এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে হামজা চৌধুরি-জামাল ভূইয়ারা হংকং পৌঁছেছেন। আজ দুপুরে হংকংয়ের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। থাইল্যান্ডে যাত্রা বিরতি দিয়ে হংকং সময় রাত ১০টায় পৌঁছান তারা।
হামজারা যখন হংকং পৌঁছালেন এর কিছুক্ষণ আগে বাংলাদেশ অ-১৭ দল জর্ডানের আম্মানে পৌঁছায়। অর্পিতা বিশ্বাসরা দুবাই থেকে জর্ডান সময় রাত সাড়ে ১১টার দিকে পৌঁছান। জর্ডানে এএফসি অ-১৭ টুর্নামেন্টের প্রস্ততির জন্য বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ খেলেছে। সিরিয়া ও আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ জিতে আজ জর্ডানে রওনা দেয় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
হামজারা ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ খেলবে। অন্য দিকে অর্পিতারা ১৩ অক্টোবর জর্ডান ও ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে। জর্ডান ও চাইনিজ তাইপের গ্রুপে অর্পিতারা গ্রুপ সেরা হতে পারলেই আগামী বছর এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে পারবে।
টিজে/টিকে