সেঞ্চুরিতে নতুন রেকর্ড, ব্র্যাডম্যান-শচীনদের সঙ্গে এক সারিতে জয়সওয়াল

ইনিংসের শুরুতে সময় নিলেন ইয়াশাসভি জয়সওয়াল। সাবধানী ব্যাটিংয়ে কাটিয়ে দিলেন কঠিন সময়। এরপর ধীরে ধীরে বাড়ালেন রানের গতি। দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে আরেকটি সেঞ্চুরি তুলে নিলেন ভারতীয় ওপেনার। দারুণ কীর্তি গড়ে বসলেন জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম স্মিথ, অ্যালিস্টার কুক ও কেন উইলিয়ামসনের পাশে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম দিনে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ২৩ বছর ২৮৬ দিন বয়সী জয়সওয়াল। টেস্টে এটি তার সপ্তম সেঞ্চুরি। বয়স ২৪ বছর পূর্ণ হওয়ার আগে ক্রিকেটের অভিজাত সংস্করণে তার চেয়ে বেশি শতক করতে পেরেছিলেন কেবল তিন জন।

ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের ওই বয়সে সেঞ্চুরি ছিল ১২টি। ক্যারিয়ারে শুরুর এই ধাপে জয়সওয়ালেরই পূর্বসূরি, ভারতীয় ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকার করেছিলেন ১১ সেঞ্চুরি এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রেট গ্যারি সোবার্স ৯ বার পেয়েছিলেন এই স্বাদ।



২৪ বছর বয়সের আগে জয়সওয়ালের সমান ৭টি করে টেস্ট সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের গ্রেট মিয়াঁদাদ, দক্ষিণ আফ্রিকার স্মিথ, ইংল্যান্ডের কুক ও নিউ জিল্যান্ডের উইলিয়ামসন। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় জয়সওয়ালের। দারুণ পারফরম্যান্সে এই সংস্করণে ভারতের নিয়মিত ওপেনার হয়ে উঠেছেন তিনি। জয়সওয়ালের অভিষেকের পর টেস্ট ওপেনারদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি কেউ; দ্বিতীয় সর্বোচ্চ চারটি শতক পেয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট।

টেস্ট অভিষেকেই ১৭১ রানের ইনিংস উপহার দেন জয়সওয়াল। তার সেঞ্চুরি ছোঁয়া সাত ইনিংসের মধ্যে দুটি দ্বিশতক, ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ ও অপরাজিত ২১৪। আগের সেঞ্চুরিটি তিনি করেছিলেন গত জুলাইয়ে, ইংল্যান্ড সফরে। সাদা পোশাকে দারুণ ছন্দে থাকা জয়সওয়াল এদিন প্রথম ৩০ বলে করেন ১০ রান। পরের ৩০ বলে ১৭। এরপর রানের গতিতে কিছুটা দম দেন তিনি। লাঞ্চের পর প্রথম ওভারে জেডেন সিলসের চার বলে তিনটি চার মেরে ৮২ বলে ফিফটি স্পর্শ করেন বাঁহাতি ব্যাটসম্যান।

পঞ্চাশ থেকে শতরান ছুঁতে তার লাগে ৬৩ বল। এই সময়ে বাউন্ডারি মারেন কেবল ছয়টি, তবে সিঙ্গেল-ডাবল নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। ৫১তম ওভারে খ্যারি পিয়েরকে লেগ সাইডে খেলে দৌড়ে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন জয়সওয়াল, ১৪৫ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি জয়সওয়ালের ষোড়শ শতক। সঙ্গে তার নামের পাশে আছে ১৬টি ফিফটি।

সেঞ্চুরি ছোঁয়া ইনিংসটির পথে আরেকটি কীর্তি গড়েন জয়সওয়াল। আন্তর্জাতিক ক্রিকেটে এদিন তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাঁহাতি ওপেনারদের মধ্যে এই ক্লাবে পা রাখা চতুর্থ ভারতীয় তিনি। আগের তিনজন সৌরভ গাঙ্গুলি, গৌতাম গাম্ভির ও শিখার ধাওয়ান।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আদালত প্রাঙ্গণে মিছিলের চেষ্টায় আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক Oct 11, 2025
img
ট্রফি না দেওয়ায় ক্ষোভ, নাকভিকে সরানোর উদ্যোগ নিচ্ছে বিসিসিআই! Oct 11, 2025
img
হামজাকে অধিনায়ক করে ক্যাবরেরার উচিৎ নিজেরই সরে যাওয়া Oct 11, 2025
img
ভারতে প্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্তে আটক ১১ Oct 11, 2025
img
একটি দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাচ্ছে: এ্যানি Oct 11, 2025
img
নোয়াখালী বিভাগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ Oct 11, 2025
img
সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল অন্তত ৩০ জনের Oct 11, 2025
img
ট্রাম্পকে নোবেল না দেওয়ায় এ পুরস্কারের সম্মান কমে গেছে: পুতিন Oct 11, 2025
img

আইন উপদেষ্টা

রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করেননি Oct 11, 2025
img
বাহরাইনের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Oct 11, 2025
img
রুমিন ফারহানার আসনে ধানের শীষের প্রার্থী জুনায়েদ আল হাবীব! Oct 11, 2025
img
শেখ হাসিনাসহ গুম-খুনের নির্দেশদাতাদের বিচার দাবি ডাকসুর Oct 11, 2025
img
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ঢাকায় নেতাদের ডেকেছে জাতীয় পার্টি Oct 11, 2025
img
সেফ এক্সিট চাই না, এই দেশ আমার, এখানেই আমি থাকব: ধর্ম উপদেষ্টা Oct 11, 2025
img
প্রধান বিচারপতির বাসভবনসহ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি Oct 11, 2025
img
বিমানের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ১১ জন বহিষ্কার Oct 11, 2025
img
২ বছর পর খুললো গাজার শুহাদা মসজিদ Oct 11, 2025
img

গোলাম পরোয়ার

জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে Oct 11, 2025
img
গোপন প্রেমে আবু ত্বহা আদনান, স্ত্রীর প্রতিক্রিয়া Oct 11, 2025
img
পবিত্র মক্কায় আবেগঘন ফারহান Oct 11, 2025