১৯৪২ সালের ১১ অক্টোবর, এলাহাবাদের এক সাধারণ পরিবারে জন্মেছিলেন এক অসাধারণ মানুষ- অমিতাভ হরিবংশ রাই বচ্চন। সময়ের সঙ্গে তিনিই হয়ে ওঠেন ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।
মৃণাল সেনের ভুবন শোম ছবিতে কণ্ঠদানের মধ্য দিয়ে শুরু, এরপর আনন্দ, জঞ্জির, শোলে, দিওয়ার, অমর আকবর অ্যান্টনি আর ডন একের পর এক ছবিতে অভিনয় করে বদলে দেন বলিউডের সংজ্ঞা। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ইমেজে তিনি হয়ে ওঠেন প্রজন্মের প্রতিবাদের মুখ, ফরাসি পরিচালক ফ্রাঁসোয়া ত্রুফোর ভাষায়- “One-man industry।”
পাঁচ দশকের ক্যারিয়ারে ২০০-রও বেশি চলচ্চিত্র, ছয়টি জাতীয় পুরস্কার, ১৬টি ফিল্মফেয়ার আর অগণিত ভালোবাসা অমিতাভ বচ্চনের নামটাই এক ইতিহাস। ব্ল্যাক, পিকু, পিঙ্ক থেকে সাম্প্রতিক কল্কি ২৮৯৮ AD প্রতিটি চরিত্রে প্রমাণ করেছেন, বয়স নয়, প্রতিভাই তার আসল শক্তি!
কেএন/এসএন