শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসেই বিদায় জানালেন তাকে।
ঢাবির ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষার্থী ও সহকর্মীরা।
শনিবার (১১ অক্টোবর) বৃষ্টিস্নাত সকালে শহীদ মিনারে শেষ দেখা দিলেন প্রিয় শিক্ষক। সকাল থেকে শোকের ছায়ায় ভারী হয়ে ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাবেক সহকর্মী, বন্ধু এবং শিক্ষার্থীদের ভালোবাসায় বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গুনীজনরা বলছেন, দেশ হারিয়েছে এক অমূল্য সম্পদ। বাংলাদেশের শিক্ষা এবং সাহিত্য অঙ্গনে সৈয়দ মনজুরুল ইসলামের অবদানের কথা স্বরণ করেছেন সবাই।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে তার জানাজা পড়ানো হয়। রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে প্রিয় এই অধ্যাপককে।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে মারা যান সৈয়দ মনজুরুল ইসলাম। তার বয়স ছিল ৭৪ বছর। স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাংলাদেশের কথাসাহিত্যে নতুন ধারার এ স্রষ্টা।
এমকে/এসএন