মোহাম্মদপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মো. সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে মোহাম্মদপুরে পৃথক এ অভিযান চালায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প। গ্রেপ্তাররা হলেন- ওয়ারেন্টভুক্ত আসামি মো. সেলিম (৫৫), সোহান (২৩) ও সৈয়দপুরিয়া নওশাদ (৩০)। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর বাসায় হামলা চালিয়ে তাকে আহত করে চিহ্নিত সন্ত্রাসী সেলিমসহ তার সহযোগীরা। এ ঘটনার পর থেকে সেলিম ও সোহান পলাতক ছিল। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুর সেনাবাহিনী তাদের গতিবিধির উপর নজর রেখে শনিবার তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

সেনাবাহিনী আরও জানায়, চিহ্নিত সন্ত্রাসী সেলিম ও তার দলবল মূলত ফ্ল্যাট দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই হামলা চালায়। ওই সময় প্রাণ বাঁচাতে বাসার নিচে থাকা নিজ অফিসে আশ্রয় নিলে সেখানেও ভুক্তভোগী হারুনুর রশিদকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় গত ৬ আগস্ট সেনাবাহিনীর একটি দল সেলিমকে ধরতে তার বাসায় অভিযান চালায়। তবে সে সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় সেলিম। ওই অভিযানে সেলিমের বাসা থেকে কিছু ধারালো অস্ত্র ছাড়াও ককটেল বোমা বিস্ফোরক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৬-৭টি মামলা রয়েছে।

অন্যদিকে মোহাম্মদপুরের তালিকাভুক্ত আসামি সৈয়দপুরিয়া নওশাদের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫-৬টিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট রয়েছে। এছাড়া গ্রেপ্তার নওশাদ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পেট্রোলবোমা ও ককটেল বানানোর জন্য পরিচিত বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম ও সোহানকে দীর্ঘদিন ট্র্যাক করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের বিরুদ্ধে রিপোর্ট হওয়াতে সেলিম ও সোহানকে চিহ্নিত করতে সুবিধা হয়েছে। এছাড়া জেনেভা ক্যাম্পে পেট্রোলবোমা ও ককটেল বানানোর জন্য পরিচিত নাম সৈয়দপুরিয়া নওশাদ। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণ, মাদক ব্যবসা ও হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে নওশাদ জড়িত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা এবং গ্রেপ্তারের ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটি/টিকে



Share this news on:

সর্বশেষ

img
প্রথা মেনে ৮৩-তম জন্মদিনে ভক্তদের সঙ্গে মোলাকাত করলেন অমিতাব! Oct 12, 2025
img
এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল ইতালি Oct 12, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 12, 2025
img
সকাল ৯ টার মধ্যে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস Oct 12, 2025
img
আজ থেকে শুরু হচ্ছে দেশের প্রথম টাইফয়েড টিকা কার্যক্রম Oct 12, 2025
img
সাংবাদিকের চরিত্রে কঠিন 'অনুসন্ধান' চালাবেন শুভশ্রী! Oct 12, 2025
রাকসু ইশতেহার অনুযায়ী কাজের অঙ্গীকার জানালেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী Oct 12, 2025
আঞ্চলিক গানে চাকসু ভোটের প্রচারণা Oct 12, 2025
এনসিপির সঙ্গে সহযোগিতার নতুন অধ্যায় বিএনপির! Oct 12, 2025
সিনিয়র ভাইয়ের আইডিয়ায় চার ভাষায় প্রচারণা চালাচ্ছেন লায়লা! Oct 12, 2025
চাকসুর নিরাপত্তা ও সার্বিক বিষয়ের আদ্যোপান্ত জানালেন প্রধান নির্বাচন কমিশনার Oct 12, 2025
নির্বাচনের আগে প্রশাসন ও উপদেষ্টাদের অস্থিরতা মন্তব্য গোলাম পরওয়ারের Oct 12, 2025
ভিপিকে নিয়ে অভিযোগ শিবির সমর্থিত ইব্রাহিমের Oct 12, 2025
সাউন্ড গ্রেনেডেই সরকারের ফাসিস্ট চরিত্র: জাপা মহাসচিব Oct 12, 2025
সৌহার্দ্যপূর্ণ,আধুনিক, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার: ভিপি প্রার্থী আবির Oct 12, 2025
গুলশানে হিট অফিসার বুশরার সিসা বারে পুলিশ অভিযান Oct 12, 2025
১৫ সেনা কর্মকর্তা হেফাজতে জানালো সেনাবাহিনী Oct 12, 2025
ছাত্রশিবিরের নারী প্রার্থী চাকসু নির্বাচনে বুলিংয়ের মুখে! Oct 12, 2025
img
উপদেষ্টাদের ‘সেফ এক্সিটের’ পথ দেখালেন আখতার হোসেন Oct 12, 2025
img
ব্যাটাররা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না: মিরাজ Oct 12, 2025