জনপ্রিয় নাট্যাভিনেতা ফারুক আহমেদ তার জীবনের শোকাবহ দিনের স্মৃতিচারণা করেছেন। যে দিনটিতে তিনি তার মাকে হারিয়েছিলেন, সেই দিন তিনি ছিলেন রেলওয়ে হাসপাতালে এক বিশাল আয়োজনের শুটিংয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ফারুক আহমেদ জানান, মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং শুটিংয়ের দিন তিনি ছিলেন আরও বেশি অসুস্থ। মা তখন ছিলেন বোনের বাসায়। অভিনেতা সিদ্ধান্ত নিয়েছিলেন, শুটিং শেষ করেই সরাসরি বোনের বাসায় যাবেন। সকাল দশটায় শুটিং শুরু হলেও কেন যেন মন বসাতে পারছিলেন না, অস্থির লাগছিল তার। তারপরও তিনি শুটিং চালিয়ে যাচ্ছিলেন।
পোস্টে ফারুক আহমেদ লিখেছেন, ‘মা, মা যেদিন চলে গেলেন সেদিন ছিলো আমার শুটিং। বেশ কিছুদিন মা অসুস্থ ছিলেন। শুটিংয়ের দিন মা ভীষণ অসুস্থ। রেলওয়ে হাসপাতালে শুটিং। বিশাল আয়োজন, শুটিং করতেই হবে। ভাবলাম শুটিং শেষ করে সরাসরি বোনের বাসায় যাবো।’
‘মা তখন বোনের বাসায়। শুটিং শুরু হলো সকাল দশটায়। কেন যেন শুটিংয়ে মন বসাতে পারছিলাম না। অস্থির লাগছিলো। তারপরও শুটিং করছি।’
তার কথায়, ‘দুপুর বারোটায় হঠাৎ শুটিং স্পটে আমার গাড়ি। ড্রাইভারকে দেখেই বুঝলাম কিছু একটা ঘটেছে। এ সময় তো গাড়ি আসার কথা না। ড্রাইভার বললো, ‘স্যার রূপনগর আপার বাসায় চলেন।’’
দেখলাম খাটিয়ায় সাদা কাপড়ে ঢাকা আমার মা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘আমি বুঝলাম আমার মা আর নেই। কোনো বিশেষ কারণ ছাড়া এ সময়ে ড্রাইভারের আসার আর কোনো কারণ নাই। ডিরেক্টরকে বলে আমি গাড়িতে উঠলাম। বাসার সামনে লোকজনের ভিড়। গেট দিয়ে ঢুকতেই দেখলাম খাটিয়ায় সাদা কাপড়ে ঢাকা আমার মা। মা....... মা....... এই ছবিটি আজ থেকে দশ বছর আগের।’
এবি/টিকে