ভারতের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার আবারও বড় কিছুর পরিকল্পনা করছেন। তাঁর আসন্ন বিজ্ঞানভিত্তিক থ্রিলার এএ২২xএ৬ ইতোমধ্যেই আলোচনায়, কারণ এতে অভিনয় করছেন দক্ষিণ ভারতের দুই সুপারস্টার - আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। বিশাল বাজেট ও ব্যতিক্রমী ঘরানার এই সিনেমাটিকে অ্যাটলি নিজেই বলছেন, “একটি নতুন অধ্যায় ভারতীয় সিনেমার ইতিহাসে।”
সম্প্রতি বেঙ্গালুরু ওপেন ২০২৫ পিকলবল টুর্নামেন্টে অংশ নিয়ে অ্যাটলি বলেন, “এই ঘরানার কোনো বাইবেল নেই, আমরা নিজেরাই সেটা লিখছি। আমরা দর্শকদের জন্য একদম নতুন স্বাদের কিছু আনতে চাই - নতুন ভিজ্যুয়ালাইজেশন, নতুন অনুভূতি।” তিনি আরও যোগ করেন, “প্রতিটি পদক্ষেপ এখনো ছোট ছোট মনে হলেও, সবকিছুই ধীরে ধীরে জায়গায় বসছে।”
এএ২২xএ৬ ছবিতে আল্লু অর্জুন ও দীপিকার পাশাপাশি থাকছেন মৃণাল ঠাকুর, রাশমিকা মান্দানা ও জাহ্নবী কাপুর। অ্যাটলি জানিয়েছেন, তিনি কোনো ঝুঁকিকে ভয় পাচ্ছেন না, বরং এই নির্মাণ প্রক্রিয়া উপভোগ করছেন। তাঁর ভাষায়, “এটি একেবারেই নতুন কিছু হতে যাচ্ছে - রোমাঞ্চকর, মগ্নকর এবং আসক্তিকর।”
সূর্য প্রযোজিত সান পিকচার্সের ব্যানারে নির্মিত এই ছবির সংগীত পরিচালনা করছেন সাই অভ্যাঙ্কর। একে কেন্দ্র করে দক্ষিণের সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে অভাবনীয় উন্মাদনা। নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই প্রকাশ করা হবে সিনেমার প্রথম ঝলক, যা নাকি “দর্শকদের এক নতুন জগতে নিয়ে যাবে।”
টিকে/