ভারতের সিনেমায় আধ্যাত্মিক গল্প বলার ধারা যেন নতুন করে ফিরে এসেছে। রিষভ শেট্টির কান্তারা: চ্যাপ্টার ওয়ান বক্স অফিসে ঝড় তোলার পর এখন আলোচনার কেন্দ্রে নন্দমুরী বালকৃষ্ণ অভিনীত অখণ্ড ২। প্রশ্ন একটাই— কান্তারা–র দেবতাস্পর্শী উন্মাদনা কি এবার ছড়িয়ে পড়বে অখণ্ড ২-এর পর্দায়ও?
বয়াপতি শ্রীনুর পরিচালনায় নির্মিত এই ছবিটি মূলত অ্যাকশন-ডিভোশনাল ঘরানার, যেখানে আগের পর্বের তুলনায় আরও গভীরভাবে তুলে ধরা হচ্ছে আগোরা তন্ত্র, আধ্যাত্মিক শক্তি ও হিমালয়ের পবিত্র স্থান বদ্রিনাথ-কেদারনাথের মরমি পরিবেশ। বালকৃষ্ণ ও আাধি পিনিসেটির তীব্র মুখোমুখি লড়াই, রাজনৈতিক নাটকীয়তা ও ভক্তিমূলক শক্তির সংঘর্ষে ভরপুর থাকবে ছবিটি।
তবে পরিচালক বয়াপতি এবার নাকি আগের মতো অতিরঞ্জিত অ্যাকশন নয়, বরং আবেগ, আধ্যাত্মিকতা ও নাটকীয় ভারসাম্যের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। ফলে অখণ্ড ২-এর লক্ষ্য এবার স্পষ্ট - দক্ষিণ ভারত থেকে শুরু করে উত্তর ভারতের হিন্দি ভাষাভাষী দর্শকদের কাছেও পৌঁছে যাওয়া।
ছবিটির প্রচারণা শুরু হবে দীপাবলির সময় থেকে, আর মুক্তির তারিখ ঠিক হয়েছে ৫ ডিসেম্বর। উৎসবের মৌসুমে মুক্তি পাওয়ায় অখণ্ড ২-এর প্রতি আগ্রহ এখন তুঙ্গে।
যেভাবে কান্তারা ভারতের দর্শকদের মধ্যে দেশীয় সংস্কৃতির গভীর আধ্যাত্মিক অনুভব ফিরিয়ে এনেছিল, তেমনি অখণ্ড ২ সেই আগুনটিকে আরও প্রজ্বলিত করবে বলে আশা করছে পুরো ইন্ডাস্ট্রি।
টিকে/