আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পেলেও ওয়ানডেতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে টাইগাররা। এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে রশিদ খানরা। আর এই হারের ফলে আসন্ন বিশ্বকাপের টাইগারদের সরাসরি অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে, আর মূল পর্বে বাকি ৬টি দলকে উঠতে খেলতে হবে বাছাইপর্বে।
বর্তমানে বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে থাকায় সেই শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের ওপরে ৮০ পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজ এবং ৮৮ পয়েন্টে ইংল্যান্ড।
ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব হলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে শীর্ষ ৮-এ ঢোকার সুযোগ এখনও আছে বাংলাদেশের সামনে। এ জন্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারাতে হবে।
তাই বাংলাদেশের সামনে এখন পরিষ্কার সমীকরণ এই যে, যদি র্যাংকিংয়ের শীর্ষ আটে জায়গা করে নিতে না পারে, তাহলে ১৯৯৯ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে হলে বাছাইপর্ব খেলতে হবে টাইগারদের।
উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে বাংলাদেশ দল। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সম্মানরক্ষার ম্যাচ।
এমকে/এসএন