দিল্লিতে এবার নারীদের নিয়েই সংবাদ সম্মেলন করলেন আফগান মন্ত্রী

ভারতে সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তাই নয়, নারী নিয়ে তিনি বেশ কিছু প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, সংবাদ সম্মেলনে মুত্তাকিকে আফগান মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে মুত্তাকি জানান—নারীদের শিক্ষা ইসলামি শরিয়তে ‘হারাম’ নয়, তবে দেশের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ‘পরবর্তী নির্দেশ’ না আসা পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে।

তিনি দাবি করেন, বর্তমানে আফগানিস্তানে মোট এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে ২৮ লাখই নারী ও কন্যা শিক্ষার্থী। তবে ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোতেই মেয়েরা স্নাতক পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে বলেও জানান তিনি। মুত্তাকি বলেন, ‘কিছু এলাকায় সীমাবদ্ধতা আছে। তবে এর মানে এই নয় যে, আমরা শিক্ষার বিরোধী।’

তবে এই বক্তব্যে সাংবাদিকদের কোনো পাল্টা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। আফগানিস্তানে ২০২১ সালে দুই দশক পর তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর থেকেই নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া, এমনকি পার্ক, জিমনেশিয়াম, বাজার, মসজিদ ও বিউটি সেলুনে যাওয়াও পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ফলে আফগানিস্তানই এখন বিশ্বের একমাত্র দেশ, যেখানে রাষ্ট্রীয়ভাবে নারীদের মৌলিক অধিকার স্থগিত।

সংবাদ সম্মেলনে মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানে বর্তমানে শান্তি বিরাজ করছে এবং সময়ের সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন আসবে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তালেবান শাসন নারীদের জীবনকে ‘শ্বাসরুদ্ধকর’ পরিস্থিতিতে ফেলেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রতিবাদরত ছাত্রীদের ওপর তালেবান কর্মকর্তারা হামলা চালিয়েছে ও বেত্রাঘাত করেছে।

এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় শুক্রবারের বিতর্কের ধারাবাহিকতায়। সেদিন দিল্লিতেই আয়োজিত তালেবান প্রেস ব্রিফিং থেকে নারী সাংবাদিকদের উপস্থিতি বাদ দেওয়া হয়। দিল্লি পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সেদিন নারী সাংবাদিকদের আফগান দূতাবাসে প্রবেশে বাধা দেয়।

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাধা: ‘কারিগরি ত্রুটির’ অজুহাত আফগান পররাষ্ট্রমন্ত্রীরসংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাধা: ‘কারিগরি ত্রুটির’ অজুহাত আফগান পররাষ্ট্রমন্ত্রীর রোববারের সম্মেলনে এই বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় মুত্তাকিকে। তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেন—নারী সাংবাদিকদের বাদ দেওয়া ছিল প্রযুক্তিগত ত্রুটি, কারণ সাংবাদিকদের তালিকা অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছিল।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে তালেবানের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের শরিয়া আইনভিত্তিক কঠোর নীতি। ক্ষমতায় আসার পর তারা ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথও বন্ধ করে দেয়।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ অনুষ্ঠিত হবে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভা Nov 27, 2025
img
গৌতম গম্ভীর থাকছেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের Nov 27, 2025
img
ওয়াশিংটনে গুলি চালানো সন্দেহভাজন আফগানিস্তান থেকে এসেছেন : ট্রাম্প Nov 27, 2025
img
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: উপদেষ্টা ফরিদা আখতার Nov 27, 2025
img
বিয়ে জটিলতায় অমিতাভের অনুষ্ঠানে উপস্থিত হননি স্মৃতি Nov 27, 2025
img
‘গুস্তাখ ইশক’ এ পুরোনো দিল্লির প্রেমের কাব্য Nov 27, 2025
img
আরিফিন শুভ ও ঐশী অভিনীত ‘নূর’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে Nov 27, 2025
img
তারকাদের ছবিতে ‘৯’, ‘২৪’, ‘১০০০’: এই সংখ্যার রহস্য কী? Nov 27, 2025
img
‘প্রিন্স’-এ শাকিবের কলকাতার নায়িকাও কি তবে চূড়ান্ত ? Nov 27, 2025
img

প্লট দুর্নীতির ৩ মামলা

শেখ হাসিনার ২১ বছরের কারাদন্ড Nov 27, 2025
img
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন ১৮ ঘণ্টা পরও নেভেনি, গ্রেপ্তার ৩ Nov 27, 2025
img
ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে ব্যবস্থা নেবে বিসিবি Nov 27, 2025
img
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি Nov 27, 2025
img
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৫১ হাজার Nov 27, 2025
img
প্রচারণার ক্লান্তি ও ‘আধো আব্বা বলা’ সন্তানকে নিয়ে আবেগঘন পোস্ট হাদির Nov 27, 2025
img
নিরাপত্তার কারণে গায়ক অনুব জৈনের কনসার্ট স্থগিত Nov 27, 2025
img
কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন Nov 27, 2025
img
সৌম্য-হাসান মাহমুদকে দলে ভেড়াল নোয়াখালী Nov 27, 2025
img
নেটফ্লিক্সের “ডাইনিং উইথ দ্যা কাপুরস”-এ আলিয়ার অভাব Nov 27, 2025
img

হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় আজ

আদালতে নেওয়া হলো আসামি খুরশীদ আলমকে Nov 27, 2025