ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হারের দ্বারপ্রান্তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ইনিংস ব্যবধানে হারতে চলেছে তারা। এরই মাঝে জরিমানা করা হলো ক্যারিবীয়ান পেসার জেডেন সিলসকে।
আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে সিলসকে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করার কথা জানিয়েছে আইসিসি। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের ইনিংসের ২৯তম ওভারে তিন বাউন্ডারি হজমের পর মেজাজ হারিয়ে ফেলেন সিলস। তার ছোঁড়া বল লাগে ব্যাটার যশস্বী জাইসওয়ালের প্যাডে। সঙ্গে সঙ্গে ক্ষমা চান সিলস। তাতে অবশ্য শাস্তি এড়াতে পারলেন না তিনি।
আইসিসির আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তির বিরুদ্ধে আপিল করেন সিলস। শুনানিতে তিনি বলেন, রান আউটের চেষ্টায় বল ছুঁড়ে মেরেছিলেন। তবে সবকিছু পর্যালোচনা করে পাইক্রফট সিদ্ধান্তে পৌঁছান যে, ওই থ্রো ছিল অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত। কারণ ব্যাটার তখন ক্রিজের ভেতরে ছিলেন এবং বল সরাসরি গিয়ে লাগে তার প্যাডে। এ নিয়ে গত ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেলেন সিলস।
পিএ/টিএ