ট্রাম্পের নেতৃত্বে বিশ্বনেতাদের শান্তি সম্মেলনে থাকছে না মূল ২ পক্ষ

ফিলিস্তিনের গাজায় সংঘাত নিরসনে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ সোমবার (১৩ অক্টোবর) মিসরের পর্যটন শহর শারম আল শেখে বিশ্বনেতারা এক গুরুত্বপূর্ণ সম্মেলনে মিলিত হচ্ছেন। ট্রাম্পসহ ২০টিরও বেশি দেশের শীর্ষনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিংবা ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি সম্মেলনে থাকছেন না।  

ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিতে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। আজ এই যুদ্ধবিরতির চতুর্থ দিনে সম্মেলনে বসছেন বিশ্বনেতারা।

ধারণা করা হচ্ছে, হামাস ও ইসরায়েলের মধ্যে ইতোমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করতে পারেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ ইউরোপের একাধিক দেশের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এতে যোগ দেওয়ার কথা রয়েছে। মিসর সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই সম্মেলনের লক্ষ্য হলো গাজায় সংঘাত শেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন এক যুগে প্রবেশ করা।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র নিশ্চিত করেছেন যে, মিসরের সম্মেলনে ইসরায়েলের কোনো কর্মকর্তা যোগ দিচ্ছেন না। অন্যদিকে, হামাসের কোনো নেতাও সম্মেলনে উপস্থিত থাকছেন না বলে ফিলিস্তিনি একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

যুদ্ধবিরতির মূল শর্ত অনুযায়ী, হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যে বন্দিবিনিময়ে তোড়জোড় শুরু করেছে। গতকাল নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, তাঁরা ইসরায়েলি জিম্মিদের ফেরত নিতে প্রস্তুত। তার মুখপাত্র শোশ বেদরোসিয়ান জানান, সোমবার ভোরে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে। জীবিতদের রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের রেইম সেনাঘাঁটিতে এবং মৃতদেহগুলো ইসরায়েলের পতাকাযুক্ত কফিনে করে ফেরত আনা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। তাদের মধ্যে ৪৮ জন এখনো উপত্যকাটিতে রয়েছেন—যার মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জনের মৃত্যু হয়েছে। এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২২ জন শিশু রয়েছে।

যুদ্ধবিরতি শুরু হলেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইসরায়েলি সেনা সরে যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারকাজ চলছে। গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের মরদেহ গাজার হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে, যার মধ্যে ১১৭টি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ৬৭ হাজার ৮০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি।

যুদ্ধবিরতির পর ত্রাণের কিছু ট্রাক গাজায় প্রবেশ করতে দেখা গেছে। অন্যদিকে, হাজার হাজার ফিলিস্তিনি নিজ এলাকায় ফিরলেও ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু দেখতে না পেয়ে তাদের খুশি মলিন হয়ে যাচ্ছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
কোন স্বপ্নপূরণে স্বস্তিকার লেগেছে ১২ বছর? Jan 12, 2026
img
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম Jan 12, 2026
img
বিপিএলে সিলেট পর্বের শেষ দিনে বিদ্যুৎ বিভ্রাট, বন্ধ ডিআরএস Jan 12, 2026
img
টানা ৩ ম্যাচে হারল রংপুর রাইডার্স, প্লে-অফের খুব কাছে সিলেট Jan 12, 2026
img
ফাইনালে অপরাজিত থাকার রহস্য ফাঁস করলেন ফ্লিক Jan 12, 2026
img
বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর Jan 12, 2026
img
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 12, 2026
img
তাহলে কী বাবার বয়সি প্রেমিকের জন্যেই জয় ভানুশালির সঙ্গে ডিভোর্স মাহির! Jan 12, 2026
img
বিএনপি শুধু স্বপ্ন দেখে না, বাস্তবায়নও করে দেখায় : রবিন Jan 12, 2026
এনটিআরসিএর সামনে থেকে ১ম–১২তম নিবন্ধিত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ Jan 12, 2026
এনটিআরসিএর সামনে থেকে ১ম–১২তম নিবন্ধিত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ Jan 12, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী Jan 12, 2026
মুক্তির পরই আলোচনায় ‘উৎসব’, দর্শকের প্রতিক্রিয়া ইতিবাচক Jan 12, 2026
টাকা ধার নিয়ে যারা দেয় না | ইসলামিক টিপস Jan 12, 2026
img
এলপিজি আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা Jan 12, 2026
img
ভালোবাসা দিবসে আসছে সৌরভের ‘মেঘের বাড়ি’ Jan 12, 2026
img
যৌথবাহিনীর অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪ Jan 12, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ Jan 12, 2026
img
পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান Jan 12, 2026
img
এমপিওভুক্ত শূন্যপদে চাহিদা না দিলে আইনি ব্যবস্থা: এনটিআরসিএ Jan 12, 2026