স্পেনের উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে গতকাল রবিবার (১২ অক্টোবর) ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে যানবাহন, ঘরবাড়ি পানিতে আটকে পড়ে এবং অনেক মানুষ বিপদে পড়ে।
দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পানির প্রবল স্রোত রাস্তা ভেঙে গাড়িগুলো ডুবিয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা।
তারা তারাগোনা প্রদেশে রেড অ্যালার্ট ঘোষণা করেছে এবং এব্রো নদীর ব-দ্বীপ এলাকায় ১২ ঘণ্টায় ১৮০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
কাতালান ফায়ার সার্ভিসের মুখপাত্র ওরিওল করবেলা জানান, অনেক মানুষ গাড়ির ভিতর, ভবনের নিচতলায় ও বিভিন্ন স্থানে আটকে পড়েন। সান্তা বারবারা শহরের মেয়র জোসেপ লুইস গিমেনো বলেন, রাতের তীব্র বন্যা জটিল পরিবেশ তৈরি করেছে। স্থানীয় নদী ও খাল উপচে শহরের কেন্দ্রস্থলে ঢুকে পড়ে এবং কন্টেইনার, গাড়িসহ সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
গোডাল গ্রামের মেয়র অ্যালেক্সিস অ্যালবিওল জানান, এক মুহূর্তেই সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি হয়। তিনি বলেন, রাস্তার পাশে থাকা সব গাড়ি পানিতে ভেসে গেছে এবং পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। এত কম সময়ে এতটা পানি নেমে আসতে কেউ কল্পনাও করেনি।
আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র মেটিওক্যাট জানায়, নিকটবর্তী মাস দে বারবারানস এলাকায় প্রায় ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে এ পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির কারণে স্পেনের জাতীয় রেল সংস্থা ঘোষণা করেছে, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া শহরের মধ্যে চলাচলকারী সব ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।এ ছাড়া, আমপোস্টা শহরের বাইরে একটি মহাসড়কে বন্যায় আটকা পড়া চালকদের উদ্ধার করার ভিডিও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
কাতালান জরুরি সেবা সংস্থা জানিয়েছে, গতকাল রবিবার বিকাল ৫টার পর থেকে সহায়তার জন্য ফোনকলের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। এখন পর্যন্ত মোট ৯৯৮টি কেস রেকর্ড করা হয়েছে।
এমআর/টিকে