আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
এর আগে গত রবিবার রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই শ্রমিক নেতার নাম মো. ফরিদুল ইসলাম (৩৮)। তিনি পাবনা জেলার চাটমোহার থানার হিয়ালদহ গ্রামের মো. হযরত আলীর ছেলে। বর্তমানে ফরিদুল জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি হিসেবে কাজ করে আসছিল। পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়ে আশুলিয়ার বাইপাইল মোড় ও আশপাশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অস্ত্রধারী অজ্ঞাতনামা আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক, লোহার পাইপ নিয়ে আন্দোলনকারীদের এলোপাতাড়িভাবে মারধর ও আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। একপর্যায়ে আবুল হোসেন আপনের গুলিতে রাজুর (২২) বাম পায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় রাজুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শ্রমিক নেতা ফরিদুল ইসলামকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে।
ইউটি/টিএ