দলকে জেতানোর ঠিক পরই মাঠে মৃত্যু হল এক ক্রিকেটারের। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে এমন ঘটনা ঘটেছে। ম্যাচের শেষ ওভারে বোলিংয়ে ছিলেন আহমের খান। শেষ বলটি করার পর তার দল জিতে যায়। তারপরই মাঠে লুটিয়ে পড়েন ওই বোলার এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।
উত্তরপ্রদেশের ভেটেরান্স ক্রিকেট সংস্থা এই ম্যাচটির আয়োজন করেছিল। বিলারি ব্লকের সুগার মিল গ্রাউন্ডসে মোরাদাবাদ ও সম্ভলের মধ্যকার খেলা ছিল। জেতার জন্য সম্ভলের ৪ বলে ১৪ রান দরকার ছিল। বাঁহাতি পেসার আহমেরের বলে সেই রান তুলতে পারেনি সম্ভল।
শেষ বলটি করার পরেই মাঠে লুটিয়ে পড়েন আহমের। বল করার সময়ই তিনি জোরে শ্বাস নিচ্ছিলেন। তিনি পড়ে যাওয়ার পর মাঠে থাকা এক চিকিৎসক দ্রুত সিপিআর দিলে সামান্য সাড়া দেন আহমের। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আহমেরের শেষ বলটিতে লেগের দিকে চার মারেন ব্যাটার। আহমের বলটা ছাড়ার পরেই ক্রিজে প্রথমে বসে পড়েন ও তার পর শুয়ে পড়েন। দল জেতার পর আহমেরের সতীর্থরা উচ্ছ্বাস করতে শুরু করেন। পরে আহমেরকে মাঠে পড়ে থাকতে দেখে তারা ছুটে আসেন। আহমের আর সাড়া দেননি।
স্থানীয় ক্রিকেটে নিয়মিত ছিলেন আহমের। লম্বা সময়ে ধরে ধরে ক্রিকেট খেলেছেন তিনি। প্রতিযোগিতার আয়োজকরা বলেছেন, 'আমরা শুধু একজন ক্রিকেটারকে হারালাম না। একজন প্রিয় মানুষকেও হারালাম।'
আইকে/এসএন