নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছেন এবং বিশ্বের বিভিন্ন সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলতি বছরের শুরুতেই ভারত-পাকিস্তান ও গাজার যুদ্ধ তার মধ্যে উল্লেখযোগ্য।
গত বছর জুনে পাকিস্তান ঘোষণা করে যে তারা ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও পুরস্কারটি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিয়া মাচাদো।
প্রসঙ্গত, মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ দেশের নেতারা স্বাক্ষর করেছেন।
পিএ/টিএ