পপ তারকা টেইলর সুইফট আবারও রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন। নতুন অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল প্রকাশের পর প্রথম সপ্তাহেই বিক্রি ও স্ট্রিমিংয়ের দিক থেকে ছাপিয়ে গেলেন অ্যাডেলকে। বিলবোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র কয়েক দিনের ব্যবধানে অ্যালবামটি বিক্রির নতুন মাইলফলক স্পর্শ করেছে।
অক্টোবরের ৩ তারিখে প্রকাশিত এই অ্যালবাম ইতিমধ্যেই ৩৫ লাখেরও বেশি সমমানের ইউনিট বিক্রির রেকর্ড গড়েছে, যা অ্যাডেলের ২০১৫ সালের অ্যালবাম ২৫-এর প্রথম সপ্তাহের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। অ্যাডেলের অ্যালবামটি প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল ৩৩ লাখ ৭৮ হাজার কপি, যেখানে টেইলরের অ্যালবাম ইতিমধ্যেই ছুঁয়েছে ৩২ লাখ। তবে স্ট্রিমিং ও ভিনাইল বিক্রির সম্মিলিত সংখ্যায় টেইলর এগিয়ে গেছেন বহুদূর।
বিশেষভাবে উল্লেখযোগ্য, টেইলরের নতুন অ্যালবামটি শুধুমাত্র ভিনাইল সংস্করণেই বিক্রি হয়েছে ১২ লাখেরও বেশি কপি, যা আধুনিক সংগীত ইতিহাসে এক অনন্য রেকর্ড। এর আগে তারই আরেক অ্যালবাম দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট বিক্রি হয়েছিল ৮ লাখ ৫৯ হাজার কপি, সেটিও ছিল তৎকালীন রেকর্ড।
সুইফটের ওয়েবস্টোরে সীমিত সংস্করণের একাধিক ভার্সন প্রকাশ পাওয়ায় ভক্তরা একাধিক কপি কিনেছেন। আর সেই উচ্ছ্বাসই যেন নতুন করে প্রমাণ করল—টেইলর এখন শুধু এক সংগীত তারকা নন, তিনি বিশ্বসংগীতের সবচেয়ে প্রভাবশালী মুখ।
বিলবোর্ড আগামী রবিবার প্রকাশ করবে অ্যালবামটির চূড়ান্ত বিক্রির পরিসংখ্যান। তবে এখনই নিশ্চিত, টেইলর সুইফটের দ্য লাইফ অব আ শোগার্ল আধুনিক সংগীতজগতে এক নতুন ইতিহাসের সূচনা করেছে।
এবি/টিকে