ছেলে এরিক ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। সোমবার মিসরে গাজা গাজা শান্তি সম্মেলনে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চেই এই অনুরোধ জানান তিনি; যা মাইক্রোফোনের রেকর্ডে ধরা পড়েছে। কিন্তু দুই প্রেসিডেন্টের কেউই বুঝতে পারেননি লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে তাদের এই আলোচনা।
মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ট্রাম্প মাত্র ভাষণ শেষ করে মাইক্রোফোনের পাশেই দাঁড়িয়েছেন। আর তখনই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এক আবদার করে বসেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিকের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিতে পারবেন কি না।
ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ও প্রাবোয়ো দু’জনের কেউই তখন বুঝতে পারেননি, তাদের কথা লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর মিসরের শারম আল-শেখ শহরে আয়োজিত সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্পের বক্তব্য দেওয়ার পর তাদের মাঝে এই আলাপ হয়। এই ঘটনার বিষয়ে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প অর্গানাইজেশনের ইন্দোনেশীয় ব্যবসায়িক অংশীদার এমএনসি গ্রুপ কোনও মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
তবে দুই প্রেসিডেন্টের এই আলোচনা ট্রাম্প অর্গানাইজেশন কিংবা প্রেসিডেন্ট ও তার পরিবারের কোনও ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত ছিল কি না, রেকর্ডিংয়ে সেটি পরিষ্কার নয়। মাইক্রোফোনের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে উদ্দেশ করে প্রাবোয়ো এক পর্যায়ে বলেন, একটি অঞ্চল ‘‘নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ।’’ তারপর প্রশ্ন করেন, আমি কি এরিকের সঙ্গে দেখা করতে পারি?
জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি এরিককে ফোন করতে বলব। করবো কি? সে খুব ভালো ছেলে। আমি ওকে বলব ফোন করতে।’’
এরপর প্রাবোয়ো বলেন, ‘‘হ্যারির সঙ্গে দেখা করবো, আমরা একটি ভালো জায়গা খুঁজব।’’ ট্রাম্প আবার বলেন, আমি এরিককে বলব আপনাকে ফোন করতে। প্রাবোয়ো তখন বলেন, ‘‘এরিক অথবা ডোনাল্ড জুনিয়র।’’
এরিক ট্রাম্প ও তার ভাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দু’জনই ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই সংস্থাটি রিয়েল এস্টেট, হসপিটালিটি ও ব্লকচেইন-ভিত্তিক ব্যবসার সঙ্গে জড়িত।
ইউটি/টিকে