লামিনে ইয়ামাল ও ফের্মিন লোপেসের চোট কাটিয়ে ফেরার স্বস্তির মাঝে বার্সেলোনার জন্য আরেকটি দুঃসংবাদ। ঊরুর পেশির চোটে ছিটকে গেছেন রবের্ত লেভানদোভস্কি। এই মাসের শেষ দিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে পোলিশ তারকার খেলা নিয়ে জেগেছে প্রবল শঙ্কা।
বিশ্বকাপ বাছাইয়ে গত রোববার লিথুয়ানিয়ার বিপক্ষে পোল্যান্ডের ২-০ গোলে জয়ের ম্যাচে পুরো সময় খেলেন লেভানদোভস্কি। একটি গোলও করেন পোল্যান্ড অধিনায়ক।
বার্সেলোনা মঙ্গলবার এক বিবৃতিতে ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকারের চোটের কথা জানিয়েছে। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে লেভানদোভস্কিকে।
লা লিগায় আগামী শনিবার জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে তাদের ম্যাচ আছে অলিম্পিয়াকোসের বিপক্ষে।
২৬ অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে খেলবে হান্সি ফ্লিকের দল।
এই মৌসুমে লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে ৯ ম্যাচ খেলে লেভানদোভস্কির গোল চারটি। তাকে নিয়ে বার্সেলোনার চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা লম্বা হলো। আগে থেকে বাইরে আছেন রাফিনিয়া, গাভি, দানি ওলমো, হোয়ান গার্সিয়া ও মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
চোট কাটিয়ে সোমবার অনুশীলনে ফেরেন দুই উইঙ্গার ইয়ামাল ও লোপেস। জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তারা।
আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে শিরোপাধারী বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।
এমআর