ঝালকাঠি শহরের বাকলাই সড়কের বাসিন্দা কাজী মনিরুজ্জামান মান্না (৩৪) নামে এক যুবক জলাতঙ্কে মারা গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিকাশের ঝালকাঠি শাখায় সুপারভাইজার হিসেবে যোগ করেন মান্না। প্রায় দেড় মাস আগে একটি কুকুরে কামড়ানো আহত বিড়ালকে চিকিৎসা করাতে গেলে তাকে বিড়ালটি কামড় দেয়। স্বজনরা তাকে বারবার জলাতঙ্কের ভ্যাকসিন নিতে পরামর্শ দিলেও তিনি দেননি।
মঙ্গলবার অফিসে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ি ফিরে বরিশালে চিকিৎসা নিতে যান। চিকিৎসকেরা জানান, তিনি জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন এবং এ রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই।
তাকে জানানো হয়, হাতে সময় আছে মাত্র সাত দিন। এরপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
কাজী মনিরুজ্জামান মান্না ছিলেন ঝালকাঠি মদিনা মসজিদের নিয়মিত মুসল্লি। সামাজিকভাবে তিনি সদালাপী ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমকে/এসএন