কখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তো কখনও আবার ঝাঁ ঝাঁ রোদ। কখনও বৃষ্টিতে ভিজে যাচ্ছে চুল, তো কখনও আবার ঘামে দফারফা হচ্ছে। তা ছাড়া বাইরে যা দূষণ, তাতে চুল ভাল রাখাই দায়।
কর্মব্যস্ততার মাঝে প্রতি মাসে পারলার গিয়ে চুলের পরিচর্যা করার সময় হয়ে ওঠে না। তা ছাড়া, হরেক রকম প্রসাধনী বাড়িতে কিনে ব্যবহার করতেও পকটের টাকা খরচ হয়। তাই বাড়িতে তৈরি কিছু হেয়ার সিরাম, সঠিক পদ্ধতিতে বানাতে পারলে কেনা সিরামের চেয়েও ভাল কাজ হবে।
অ্যালো ভেরা সেরাম
একটি কাচের পাত্রে ১ চামচ অ্যালো ভেরা জেল, ১ চামচ আমন্ড অয়েল, ১ চামচ গোলাপ জল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে নিন। এই সমস্ত উপকরণ নিয়ে নিয়ে ভাল করে মিশিয়ে নিন।
কাচের শিশিতে রাখতে পারলে ভালো হয়। যদি না থাকে সে ক্ষেত্রে পরিষ্কার শিশিতে ওই মিশ্রণ ঢেলে রাখতে পারেন। শ্যাম্পু করার পর ভেজা চুলে ওই সিরাম মেখে নিলেই চুল হবে রেশমের মতো।
রোজ়মেরি হেয়ার সেরাম
আধকাপের মতো নারকেল তেল বা অর্গান অয়েল নিন। তা হালকা গরম করে নিন। তাতে মেশান রোজ়মেরির শুকনো পাতা। আঁচ কমিয়ে পাতা ফুটতে দিন। এতে পাতার নির্যাস মিশে যাবে তেলে। এর পর গ্যাস বন্ধ করে তেল ঠান্ডা হতে দিন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তাতে রোজ়মেরি এসেনশিয়াল অয়েল মেশান। এর পর ছেঁকে নিলেই সেরাম তৈরি হয়ে যাবে।
পেঁয়াজের রসের সেরাম
পেঁয়াজ বেটে রস বার করে নিন। এ বার দু’চামচ পেঁয়াজের রস, ১ চামচ অলিভ অয়েল আর ১ চামচ মধু ভাল করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই থেকে তিন বার এই সেরামেই বাড়বে চুলের ঔজ্জ্বল্য। চুল পড়াও বন্ধ হবে। যাদের চুল উঠে টাক পড়ে যাচ্ছে, তারা এই সেরাম ব্যবহার করলে উপকার পাবেন।
এমকে/এসএন