ধানমণ্ডির এক পুরোনো ফ্ল্যাটবাড়িতে একা থাকেন অর্পিতা। নীরব, ছন্দে বাঁধা এক ব্যাচেলর জীবন তার। প্রতিদিন বিকেল ঠিক ৫টা ২০ মিনিটে সে গিয়ে দাঁড়ায় বারান্দায়। এই অপেক্ষা কোনো মানুষের জন্য নয়- একটি মুহূর্তের, একটি সম্ভাবনার, আর একটি নীল রঙের।
বর্ষার এক বিকেলে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে বৃষ্টিতে ভিজে অর্পিতার সঙ্গে পরিচয় হয় শুভ্রর। নীল রেইনকোট পরা, রবীন্দ্রনাথপ্রেমী এই তরুণের সঙ্গে চা, বই আর বৃষ্টি ঘিরে কিছু সাধারণ কথার মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত, নিঃশব্দ সংযোগ। বিদায়ের সময় শুভ্র বলে যায়- যদি কোনো দিন ফিরে আসে, নীল রেইনকোট পরেই ফিরবে। এরপর কেটে যায় অনেক দিন।
অর্পিতার জীবন ধীরে ধীরে রূপ নেয় অপেক্ষার গল্পে- পুরোনো বইয়ের দোকান, টংদোকানের চা, পাশে রাখা একটি খালি চেয়ার আর স্মৃতি। বৃষ্টির দিনে নীল রেইনকোট দেখলেই তার বুক ধড়াস করে ওঠে। একদিন এমনই এক নীল রেইনকোটধারী মানুষকে দেখে দৌড়ে নেমে সে চিৎকার করে ডাকে—‘অ্যাই শুভ্র, শুনছেন…?’
এই আবহেই নির্মিত হয়েছে আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘নীল রেইনকোট’। তানভীর হাসানের গল্পে নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ।
এতে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে দেখা যাবে জিমকে। এটিই এই জুটির প্রথম একসঙ্গে কাজ।
পরিচালক রুবেল আনুশ বলেন, ‘ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই এই স্যাড-রোমান্টিক গল্পটি বানানো হয়েছে। নাওভি ও জিম দুজনেই চরিত্রে দারুণভাবে মানিয়ে গেছেন। দর্শকরা গল্পের আবহ ও অনুভূতিটা অনুভব করবেন বলে আশা করি।’
প্রযোজক আকবর হায়দার মুন্না বলেন, ‘ভালোবাসা দিবসকে ঘিরেই আগামী ৬ ফেব্রুয়ারি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।’
সাদ নাওভি ও জিম ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আনোয়ার, সিদ্ধাত্য, আব্রাহাম তামিমসহ অনেকে।
এসকে/এসএন