মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক শাস্তির হুমকি দিয়েছেন। প্রতিরক্ষা খাতে ব্যয় ৫ শতাংশ পর্যন্ত না বাড়ানোয় মঙ্গলবার (১৪ অক্টোবর) ইউরোপের দেশটিকে এ হুমকি দেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি স্পেনের ওপর খুবই ক্ষুব্ধ। ওরা একমাত্র দেশ যারা তাদের বাজেট প্রতিরক্ষা খাতে ৫ শতাংশ বাড়ায়নি। আমি ওদের ওপর শুল্ক বসিয়ে শাস্তি দেওয়ার কথা ভাবছি এবং সম্ভবত তা করব।”
উল্লেখ্য, ন্যাটো সদস্যরা জুন মাসে ৫ শতাংশ পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় বাড়াতে রাজি হয়, কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শেষ মুহূর্তে একটি ছাড় আদায় করেন, যাতে স্পেন সর্বোচ্চ ২.১ শতাংশ ব্যয় করবে। মাদ্রিদ দাবি করে, তারা কম ব্যয় করলেও বিভিন্ন দেশে সেনা পাঠিয়ে ন্যাটোর জন্য তা পুষিয়ে দিচ্ছে, যেমন: লাটভিয়া, স্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্ক।
সূত্র: দ্য গার্ডিয়ান
ইএ/এসএন