সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন এবং ভোট চেয়েছেন। গোলাপ মিয়া নামের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জামায়াতের সভার বক্তব্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বৈঠকে বসা জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের ডান পাশে দাঁড়িয়ে গোলাপ মিয়া বক্তব্য দিচ্ছেন এমন একটা ভিডিও মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দিরাইয়ের অনেকেই ফেসবুকে প্রচার করেন।
ভিডিওতে দেখা যায়, সোমবার (১২ জানুয়ারি) রাতে রাজানগর ইউনিয়নের চকবাজারে শিশির মনিরের বৈঠকে মাইকে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া। ওই সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজানগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রেনু মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খসরু মিয়া, আলতাবুর রহমান বক্তব্য দেন বলে জানা গেছে।
পথসভায় গোলাপ মিয়া বলেন, একটি ঘরের চেয়ে দরজা অনেক ছোট। আবার দরজা থেকে তালা ছোট, তালা থেকে চাবি আরও ছোট। কিন্তু ছোট চাবির মূল্য অনেক বেশি। তেমনি চাবির মতো মূল্যবান হচ্ছে ভোট। সেই ভোটের চাবি, উন্নয়নের চাবি কার হাতে দিতে চাই? সবার বক্তব্যে আমরা বুঝতে পারছি সেই মূল্যবান চাবি দেওয়া ও তারই যোগ্য একমাত্র ব্যক্তি ও সবার পছন্দের ব্যক্তি মোহাম্মদ শিশির মনির। আমরা চাই এই মূল্যবান ভোট এবং উন্নয়নের চাবিটা শিশির মনিরের কাছে দিতে চাই।
বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে গোলাপ মিয়া বললেন, আমি রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। অনেকদিন হয় নিষ্ক্রিয়। এখন আমার কোনো পদ-পদবি নেই। আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ, কোনো প্রার্থীকে তো ভোট দিতে হবে।
তাই একজন সাধারণ নাগরিক ও ভোটার হিসেবে শিশির মনিরের সভায় এলাকার পক্ষে বক্তব্য দিয়েছি। সভায় রেনু মেম্বার, খসরু মেম্বার, আলতাবুর রহমান বক্তব্য দিয়েছেন। তাদেরও কোনো পদ-পদবি আছে বলে জানা নেই, তারাও আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিলেন।
এমআই/এসএন