দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে বেড়ে উঠে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নিজের মেধার পরিচয় দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পা রাখেন মাহমুদুর রহমান তামিম।
উপজেলার সদর ইউনিয়নের প্রান্তিক গ্রাম গোদারবিলের তজিল আহমেদের ছেলে তামিম ৩৬ বছর পর বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) শাহজালাল হল সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।
পরিবেশবান্ধব 'বনকাগজ' দিয়ে ব্যতিক্রম প্রচারপত্র তৈরি করে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ভোটারদের নজর কাড়েন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে শাহজালাল হল সংসদের ঘোষিত ফলাফলে অন্যান্য প্রার্থীদের সঙ্গে তামিমকে (ব্যালট নং-০২) বিজয়ী ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা এনায়েত উল্লাহ পাটোয়ারী।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তামিম বলেন, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় জুনিয়র, ব্যাচমেট ও সিনিয়রদের কষ্ট সার্থক হয়েছে, আমরা জিতেছি। এখন ইনশাআল্লাহ সবাই একসঙ্গে প্রদত্ত অঙ্গিকারগুলো বাস্তবায়নের পাশাপাশি শাহজালাল হলকে সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলব।
বনকাগজ নিয়ে প্রচারণা প্রসঙ্গে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী তামিম বলেন, আমি পরিবেশবিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেছি, পরিবেশ দূষণের বিষয়টিও আমাকে দেখতে হবে। সাধারণ কাগজ যেখানে-সেখানে ফেলা হলে সহজে নষ্ট হয় না। তাই আমি বন কাগজ দিয়ে প্রচারপত্র তৈরি করেছি।
তিনি আরও বলেন, রিসাইক্লিং করে তৈরি করা এ কাগজটিতে গাছের বীজ আছে। সেটি মাটিতে ফেলে দেওয়া হলে নষ্ট হয়ে গাছ জন্মাবে। প্রচারপত্রটি চট্টগ্রামে ছাপাতে পারিনি তাই ঢাকা থেকে তৈরি করে এনেছিলাম।
প্রচারণায় এমন নতুনত্বের পাশাপাশি ইশতেহারের জায়গায় ১০টি অঙ্গীকারযুক্ত 'অঙ্গীকারনামা' ভোটারদের মাঝে তামিম পৌঁছে দেন।
তামিম বলেন, শাহাজালাল হলের চারপাশের সমাজ রক্ষা, পরিবেশের সুরক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য আমি আমার অঙ্গীকারনামায় তুলে ধরেছি। অবশ্যই আমার মেয়াদকালের মধ্যেই আমি আমার সব অঙ্গীকার সমুন্নত রাখবো।
শাহজালাল হলের শিক্ষার্থী রুবায়েত সিদ্দিকী বলেন, তামিম নিজের যোগ্যতায় বিজয়ী হয়েছে, তার জন্য নিরন্তর শুভ কামনা। আশা করছি, সে তার প্রতিশ্রুত কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করে যাবে।
২০২০ সালে টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল এবং ২০২২ সালে চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে তামিম জিপিএ ৫ পেয়েছিলেন।
আইকে/এসএন