রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়েজন করা হয়।
এসময় এনসিপি রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে জেলা ও জুরাছড়ি উপজেলা কমিটির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা বিএনপির নেতারা।
যোগদান অনুষ্ঠানে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে উনারা বিএনপিতে যোগদান করেছেন, তাই আমি তাদের অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বেই আস্থা রাখছেন দেশের মানুষ। আপনারাও তার ব্যতিক্রম নন। এখন আপনাদের কাছে আবেদন থাকবে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্ব, তার নির্দেশনা মেনে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করবেন।
তিনি আরও বলেন, এই যোগদানের মাধ্যমে রাঙ্গামাটিতে বিএনপি আরও শক্তিশালী হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি আসবে।
বিএনপিতে যোগ দিয়ে সুকুমার দেওয়ান বলেন, এনসিপিতে আমরা নেতৃত্ব শুন্যতায় ছিলাম, তাই আমিসহ আমার নেতৃত্বে আরও ৫০ জনের মতো নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে কাজ করব।
এমআই/এসএন