রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তাপসী রাবেয়া হলেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ সভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১২টার দিকে এ হলের ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে মুন্নুজান ও রোকেয়া হলের ফলাফল ঘোষণা করা হয়। এ দুই হলেও এগিয়ে আছেন মোস্তাকুর রহমান জাহিদ। তাপসী রাবেয়া হলের ফলাফলে দেখা যায়, ৪৭৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তিনি। এ পদে ছাত্রদলের প্যানেলের নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৬ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার ৪০৮ পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ২৫৪ ভোট।
সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির ২৪৫ পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদল সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৯৭ ভোট। এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়।
এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।
এসএস/টিএ