দক্ষিণ ভারতের দুটি বড় সিনেমা জগত এক মঞ্চে এটি এমন ক্রসওভার যা ভক্তরা কখনো ভেবে দেখেননি, তবে এখন আনন্দ উৎসবে ভাসছে। সুপারস্টার যশ এবার চমক ছড়াতে চলেছেন ‘AA23’ বা ‘LK7’-এ, যা আল্লু অর্জুন ও পরিচালক লোকেশ কানাগরাজের মধ্যবর্তী প্যান-ইন্ডিয়া প্রোজেক্ট।
যশের এই প্রবেশদ্বার লোকেশ সিনেমাটিক ইউনিভার্সে নতুন মাত্রা যোগ করছে। এটি এমন এক মুহূর্ত, যেখানে সন্দালউড এবং টলিউডের জগত একত্রিত হয়ে দর্শকদের জন্য বড় চমক এনে দেবে। অভিনেতার চরিত্র এখনও গোপন রাখা হয়েছে, তবে সূত্রের খবর এটি হবে একটি শো-চোরকারী উপস্থিতি, যা ভক্তদের উল্লাসে ভাসাবে।
এই মুহূর্তে দক্ষিণী সিনেমার জগত আরও বিস্ফোরক হয়ে উঠেছে, এবং দুই প্রজন্মের সুপারস্টারদের একত্রিত মুহূর্ত দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পিআর/এসএন