‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তার সবকছিু নিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনাসভা শেষে সঅংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাটর্নি জেনালের মো. আসাদুজ্জামান।
অ্যার্টনি জেনারেল বলেন, সরকার তাঁর সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
অনেক মতামত আসবে। সেই মতামত কীভাবে মোকাবেলা করতে হয়, সরকার তা জানে। ফলে বিচলিত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। তিনি বলেন, ১৭ থেকে ১৮ বছর পর বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সাধ অনুভব করবে।
ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই সরকারের সমস্ত শক্তি দিয়ে নিরলসভাবে, নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা শোনা যাবে, তবে সরকার তার লক্ষে পৌঁছাবেই।’
অ্যার্টনি জেনারেল আরো বলেন, ‘যাঁরা জুলাই বিপ্লবে অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের ব্যপারেও সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।
নির্বাচনের আগেই বিচার প্রক্রিয়ার কিছু কাজ শেষ হবে।’
জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশীদ, মাহবুবুর রহমান, সাজ্জাদুর রহমান প্রমুখ।
টিজে/টিএ