ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন, পারমাণবিক পরিবেশে দুই দেশের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ নেই। তবে যেকোনো উসকানিতে মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত পাকিস্তানের সশস্ত্র বাহিনী।

শনিবার (১৮ অক্টোবর) পিএমএ কাকুলে অনুষ্ঠিত ১৫২তম পাকিস্তান সামরিক অ্যাকাডেমি লং কোর্স, ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স এবং ২৬তম লেডি ক্যাডেট কোর্সের ক্যাডেটদের পাসিং-আউট প্যারেডে ভাষণ দেওয়ার সময় মুনির বলেন, জাতি এবং সামরিক বাহিনী পূর্ণ সমর্থনের সাথে মাতৃভূমির অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রতিরক্ষায় কোনো কসুর করেনি।

ফিল্ড মার্শাল প্যারেডে বিশিষ্ট ক্যাডেটদের পুরস্কার প্রদান করেন। ১৫২তম পিএমএ লং কোর্সের অ্যাকাডেমি সিনিয়র আন্ডার অফিসার আহমেদ মুজতবা আরিফ রাজা মর্যাদাপূর্ণ সোর্ড অফ অনার লাভ করেন।

১৫২তম পিএমএ লং কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার জোহাইর হুসেন পান প্রেসিডেন্টস গোল্ড মেডেল। ১৫২তম পিএমএ লং কোর্সের ফ্রেন্ডলি কান্ট্রি কোম্পানির জুনিয়র আন্ডার অফিসার তেকরাজে-কে দেওয়া হয় চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি ওভারসিজ গোল্ড মেডেল।

১৫২তম পিএমএ লং কোর্সের জেন্টলম্যান ক্যাডেট সৈয়দ হাশির হাসান পান চিফ অফ আর্মি স্টাফ মার্কসম্যান মেডেল। ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের কোর্স আন্ডার অফিসার শাহীর আলী পান চিফ অফ আর্মি স্টাফ কেন।

২৬তম লেডি ক্যাডেট কোর্সের কোর্স স্পোর্টস সার্জেন্ট মোস্ত জান্নাতুল মাওয়া লাভ করেন কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল। ৭১তম ইন্টিগ্রেটেড কোর্সের কোর্স আন্ডার অফিসার সৈয়দ আবদুল হাদী এবং ২৬তম লেডি ক্যাডেট কোর্সের কোর্স আন্ডার অফিসার হাদিয়া ফাইয়াজ পান কমান্ড্যান্টস কেন।

তিনি বলেন, "আমি বাংলাদেশ, ইরাক, মালি, মালদ্বীপ, নাইজেরিয়া, নেপাল, প্যালেস্টাইন, কাতার, শ্রীলঙ্কা এবং ইয়েমেনের ক্যাডেটদের এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানাচ্ছি।"

ইরাক, প্যালেস্টাইন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ এবং নাইজেরিয়া সহ একাধিক বন্ধুত্বপূর্ণ দেশের ৪০ জন ক্যাডেট পাকিস্তান সামরিক অ্যাকাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়েছেন।

তিনি বলেন, “আমি জাতিকে আশ্বাস দিচ্ছি যে, ইনশাআল্লাহ, আমরা এই পবিত্র ভূমির এক ইঞ্চিও শত্রুর কাছে সমর্পণ হতে দেব না।”

আঞ্চলিক পরিস্থিতি এবং হুঁশিয়ারি

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কথা উল্লেখ করে ফিল্ড মার্শাল মুনির বলেন, “পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো সুযোগ নেই এবং ভারতকে সতর্ক করে বলেন, তাদের আগ্রাসী মনোভাব এই অঞ্চলকে অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করে। তিনি আরও যোগ করেন,শত্রুদের 'ভাড়াকৃত সৈনিক' হিসেবে ফিতনা আল-হিন্দুস্তান এবং ফিতনা আল-খাওয়ারিজ-এর ব্যবহার বিশ্বের সামনে তাদের ভীরুতা, কপটতা এবং জঘন্য চেহারা প্রকাশ করে।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর সাথে সম্পর্কিত সন্ত্রাসীদের জন্য "ফিতনা আল-খাওয়ারিজ" শব্দটি ব্যবহৃত হয়, আর "ফিতনা আল-হিন্দুস্তান" বলতে ভারত-সমর্থিত চরমপন্থী প্রক্সিগুলিকে বোঝায়। মুনির বলেন, উভয়ই শান্তির জন্য হুমকি এবং তাদের দৃঢ়ভাবে মোকাবিলা করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, পাকিস্তানের সাম্প্রতিক সামরিক অভিযান, মারকা-ই-হক এবং বুনইয়ানুম মারসুস, পেশাগত দক্ষতা ও সংকল্পের মাধ্যমে শত্রুকে পরাজিত করে জাতীয় আত্মবিশ্বাসকে শক্তিশালী করেছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী বহু শত্রুর ঘাঁটি, এমনকি এস-৪০০ সিস্টেমও ধ্বংস করেছে, যা পাকিস্তানের মাল্টি-ডোমেন যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করে।

ফিল্ড মার্শাল মুনির মে ২০২৫ সালে ভারতের সাথে সংঘটিত সংঘর্ষে পাকিস্তানের বিজয়কে একটি "নির্ণায়ক" মুহূর্ত হিসেবে উল্লেখ করেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মান অর্জন করেছে। তিনি ভারতের বিরুদ্ধে "মনগড়া প্রমাণ" উপস্থাপনের এবং ঘরোয়া রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাসবাদকে রাজনীতি করার অভিযোগ তোলেন।

কাশ্মীরে ভারতীয় রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদের নিন্দা করে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান, যা হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে তিনি উল্লেখ করেন, এবং জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী করে প্রাক-১৯৬৭ সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি পাকিস্তানের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

ভাষণের উপসংহারে ফিল্ড মার্শাল মুনির পাকিস্তানের সৈনিক, নাগরিক এবং সর্বস্তরের পেশাদারদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান, দেশের শক্তি ও স্থিতিস্থাপকতায় তাদের অবদানের কথা স্বীকার করেন।


এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে কাপুরুষের উপমা হয়ে থাকব : অ্যাটর্নি জেনারেল Oct 18, 2025
img
জাবিতে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন Oct 18, 2025
img
শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে : মঈন খান Oct 18, 2025
img
রবিবার সিলেট বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল Oct 18, 2025
img
জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির Oct 18, 2025
img
চেন্নাই ও দিল্লি থেকে ঢাকামুখী ২ ফ্লাইট নামলো কলকাতায় Oct 18, 2025
img
নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কে দীর্ঘ গাড়ির জট Oct 18, 2025
img
ফিটনেস নিয়ে নির্বাচকদের কথার জবাব মাঠেই দিলেন শামি Oct 18, 2025
img
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা : সিইসি Oct 18, 2025
img
রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি Oct 18, 2025
img
টাইফয়েড টিকা ক্যাম্পেইনে রংপুর পিছিয়ে Oct 18, 2025
img
আফগানিস্তান সব উপকার ভুলে গেছে : আফ্রিদি Oct 18, 2025
img
নারীরাই বিএনপিকে ক্ষমতায় আনার প্রধান শক্তি : সেলিমা রহমান Oct 18, 2025
img
শাহজালালে আগুনের ঘটনায় বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির শঙ্কা Oct 18, 2025
img
জয়ার ‘নকশী কাঁথার জমিন’ আসছে ওটিটিতে Oct 18, 2025
img
‘আপনার স্মৃতিগুলো চিরকাল অমলিন থাকবে’ Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দর এলাকায় উৎসুক জনতার ভিড় Oct 18, 2025
img
আমার জীবনের টানাপড়েন, বিচ্ছেদ সবই খোলা বইয়ের মতো : সামান্থা Oct 18, 2025
img
কাতারে আলোচনায় বসছে পাকিস্তান-আফগানিস্তান Oct 18, 2025
img
শহীদ আবদুর রবের স্মৃতিতে কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি ও জিএস Oct 18, 2025