তরুণ প্রতিভা সারা অর্জুন সম্প্রতি ইউফোরিয়ার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তেলুগু ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে দর্শক ও গণমাধ্যমের নজর কেড়ে নিয়েছেন। তাঁর উচ্চারণ, ভঙ্গি ও আন্তরিকতা এতটাই স্বাভাবিক ছিল যে উপস্থিত সবাই তাঁকে অকুণ্ঠ প্রশংসায় ভরিয়ে দেন। নবাগতা হয়েও তিনি যেভাবে ভাষাটিকে সম্মান জানিয়ে কথা বলেছেন, তা দক্ষিণী চলচ্চিত্র মহলে আলাদা আলোড়ন তুলেছে।
অনুষ্ঠানে সারা তেলুগু দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁদের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনাই তাঁকে সাহস জুগিয়েছে। তিনি ইউফোরিয়াকে নিজের আগের ছবি ধুরন্ধরের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ভিন্নধর্মী বলে উল্লেখ করেন। তাঁর মতে, এই ছবিতে চরিত্রের গভীরতা, আবেগ ও নির্মাণশৈলী আগের কাজের তুলনায় একেবারেই আলাদা স্তরের।
তবে সবচেয়ে বেশি চমক তৈরি হয়, যখন তাঁকে তাঁর প্রিয় তেলুগু তারকা সম্পর্কে প্রশ্ন করা হয়। বিন্দুমাত্র দ্বিধা না করে সারা জানান, তাঁর পছন্দ বিজয় দেবরাকোন্ডা। এই উত্তর শুনে উপস্থিত ভক্তরা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন, কারণ নবাগতা হয়েও তিনি এত স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করেছেন।
সারার স্বতঃস্ফূর্ততা ও বিনয়ী আচরণ ইউফোরিয়াকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। শুধু ভাষাগত দক্ষতাই নয়, তাঁর পরিণত ভাবভঙ্গি ও পেশাদার মনোভাব তাঁকে ক্রমশ ভিন্ন ভিন্ন চলচ্চিত্রশিল্পে গ্রহণযোগ্য করে তুলছে। অনেকেই মনে করছেন, এই ছবি তাঁর ক্যারিয়ারে নতুন মোড় আনতে পারে।
বর্তমানে ইউফোরিয়াকে ঘিরে যে আলোচনার ঝড় উঠেছে, তার বড় অংশ জুড়েই রয়েছেন সারা অর্জুন। তাঁর সাবলীল উপস্থিতি, ভাষার প্রতি শ্রদ্ধা এবং সত্যিকারের ভক্তি তাঁকে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করছে।