ভারতে পেঁয়াজের দাম নেই,কৃষকের কান্নার ভিডিও ভাইরাল

বাংলাদেশে রপ্তানী নিষিদ্ধ করার পর ভারতের অভ্যন্তরীণ বাজারে পেয়াঁজের দাম নেই। পানির দরে বিক্রি হচ্ছে পেয়াঁজ। এতে সর্বশান্ত হচ্ছে দেশটির কৃষকরা। ন্যায্য দাম না পেয়ে অনেক কৃষককে আহাজারি করতে দেখা গেছে। সম্প্রতি দেশটির মহারাষ্ট্রের এক কৃষকের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

শনিবার দেশটির কংগ্রেস নেতা সুনীল আহির মহারাষ্ট্রের ওই কৃষকের কান্নার ভিডিও তার টুইটার পেজে শেয়ার করেন।

ভিডিওতে দেখা যায়, আহমেদনগরের ওই কৃষক কেঁদে কেঁদে বলছেন, ‘আট টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হল। শ্রমিকদের মজুরি কোথা থেকে দেব? ঘরের লোকেদের কী খাওয়াব? ছেলেদের কী খাওয়াব?’

মহারাষ্ট্রে বর্তমানে চলছে নতুন সরকার গঠনে প্রক্রিয়া। নির্বাচনের পর সেখানকার রাজনৈতিক পরিস্থিতি অনেকটা উত্তপ্ত। সরকার গঠন নিয়ে বিভিন্ন দল তোড়জোড় শুরু করেছেন। এসবের সমালোচনা করে ওই কৃষক বলেন, ‘মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়চ্ছে সবাই। তারা জানে না আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।’

মহারাষ্ট্রে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠনের জোর চেষ্টা চালাচ্ছে শিব সেনা। তবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব করেছে।

 ভিডিও- https://twitter.com/i/status/1193386023985664000

 

টাইমস/এএইচ/এমএস

Share this news on: