ফিফার আন্তর্জাতিক বিরতির পর বুন্দেসলিগায় ম্যাচ ছিল বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের। জার্মান ক্ল্যাসিকোতে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড। এ জয়ে মৌসুমে টানা ১১ ম্যাচে ১১ জয় পেল বাভারিয়ানরা।
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের হয়ে গোল একটি করে গোল করেন হ্যারি কেইন এবং মাইকেল অলিসে। ডর্টমুন্ডের হয়ে এক মাত্র গোলটি করে জুলিয়ান ব্র্যান্ডিট। প্রথমার্ধের ২২ মিনিটে জশুয়া কিমিচের অ্যাসিস্টে গোল করে বায়ার্নের এগিয়ে দেন হ্যারি কেন। পরে ওই ১-০ গোলের ব্যবধান রেখে বিরতিতে যায় দুদল।
বিরতির পর দুইদলের কেউ গোলের দেখা পাচ্ছিলো না। ৭৮ মিনিটে ফরাসি মাইকেল ওলিসে আরও এক গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। তবে চমকের বাকি তখনও। ৮৪ মিনিটে জুলিয়ান ব্র্যান্ডিট একটি গোল দিয়ে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ডর্টমুন্ডকে। তবে শেষপর্যন্ত আর সমতায় আসতে পারেনি দলটি। পরে ওই ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
এ জয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল বায়ার্ন। সাত ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ১৬ টেবিলের দুইয়ে আরবি লেইপজিগ। সাত ম্যাচে চার জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ডর্টমুন্ড।
এসএস/টিএ