বুন্দেসলিগা ক্লাসিকারে হ্যারি কেইনের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এক গোল ও এক অ্যাসিস্টে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে নেতৃত্ব দেন ইংলিশ স্ট্রাইকার।
শনিবারের ম্যাচে প্রথমার্ধে দাপট দেখায় বায়ার্ন। ২২ মিনিটে জশুয়া কিমিখের কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন কেইন। এটি ছিল তার লিগের সপ্তম ম্যাচে ১২তম গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে চলতি মৌসুমে এ নিয়ে ১৪ ম্যাচে ২২ গোল করলেন ইংল্যান্ড অধিনায়ক।
প্রথমার্ধে প্রায় নীরব থাকা ডর্টমুন্ড দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ফেলিক্স এনমেচা ও করিম আদেয়েমি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ৭৯ মিনিটে আবারও কেইনের নৈপুণ্য, নিজের অর্ধ থেকে প্রায় ৬০ মিটার দূর থেকে অসাধারণ এক লং পাস দেন লুইস দিয়াজকে। দিয়াজের ক্রসে ডর্টমুন্ড রক্ষণের ভুলের সুযোগ নিয়ে মাইকেল অলিসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
শেষদিকে জুলিয়ান ব্রান্টের গোলে ব্যবধান কমায় ডর্টমুন্ড (৮৪ মিনিটে), তবে তাতেও হার এড়াতে পারেনি তারা। এই জয়ে টানা সপ্তম লিগ জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে অপরাজিত থাকল বায়ার্ন মিউনিখ।
২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা, দ্বিতীয়স্থানে থাকা আরবি লাইপজিগের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে। অন্যদিকে, ১০ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল বরুশিয়া ডর্টমুন্ড। ১৪ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে চতুর্থ স্থানে। ম্যাচটি বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়্যারের জন্যও ছিল বিশেষ। এই জয়ের মধ্য দিয়ে তিনি বুন্দেসলিগায় সর্বোচ্চ ৩৬৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন।
আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, মঙ্গলবার এফসি কোপেনহেগেনের বিপক্ষে খেলতে নামবে ডর্টমুন্ড।
এবি/টিকে