রোহিত শর্মা ও বিরাট কোহলির ফেরাটা স্মরণীয় হলো না। না ব্যক্তিগতভাবে, না দলীয়ভাবে। মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটিই ছিলো তাদের সবশেষ ম্যাচ। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুজনই খেলতে নেমেছিলেন ২২৩ দিন পর। রোহিত শর্মা রানের খাতা খুললেও বিরাট কোহলিকে মাঠ ছাড়তে হয়েছে শূন্য হাতে, ভারত বারবার বৃষ্টিবিঘ্নিত ওয়ানডেটি ডিএল মেথডে হেরে গেছে ৭ উইকেটে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটি রোহিত খেলেছিলেন অধিনায়ক হিসেবে। আগেই টি-২০ ও টেস্ট থেকে অবসর নেওয়া এই ওপেনার আন্তর্জাতিক ক্যারিয়ারকে শঙ্কার মুখে নিয়ে আজ খেলতে নামলেন শুভমান গিলের অধীনে, গিল তার কাছ থেকে পেয়েছেন টেস্টের নেতৃত্বও। এই দুজনই পার্থে ওপেন করতে নেমেছিলেন। ১৩ রানেই উইকেট হারান রোহিত। জশ হ্যাজেলউডের বলে ম্যাট র্যানশ’কে ক্যাচ দেন তিনি।
২০২৭ বিশ্বকাপে চোখ রাখা বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারও ধোঁয়াশায়। টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়া এই তারকা আজ ৮ বল খেলেছিলেন, কিন্তু রানের খাতা খোলা হয়নি। মিচেল স্টার্কের বলে পয়েন্টে ক্যাচ দেন কুপার কনোলিকে।
বারবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লোকেশ রাহুলের ৩৮, অক্ষর প্যাটেলের ৩১ ও নিতিশ রেড্ডির ১৯ রানে ভর করে ২৬ ওভারে ১৩৬ রান করে। প্রথমে ম্যাচের দৈর্ঘ্য ৩৬ ওভারে নামিয়ে আনলেও সেখান থেকে আরও ১০ ওভার কর্তন হয়। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড, মিচেল ওয়েন ও ম্যাথিউ কুনেম্যান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান স্টার্ক ও নাথান এলিস।
২৬ ওভারে অস্ট্রেলিয়া পায় ১৩১ রানের লক্ষ্য। ম্যাচসেরা মিচেল মার্শের ৪৬, জশ ফিলিপের ৩৭ ও ম্যাট র্যানশ’র ২১ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিক দল এই লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায়। ভারতের হয়ে আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর উইকেট তিনটি নেন।
এসএস/টিএ