প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান বিমান বর্তমানে যেখানে রাখা হচ্ছে, তার কাছাকাছি সন্দেহজনক এক স্থানের দেখা মিলেছে। কাঠামোটিকে ‘স্নাইপার নেস্ট’ বলা হচ্ছে।
স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে লক্ষ্যবস্তুতে যারা নিশানা করেন, তারা সাধারণত এই ধরনের কাঠামো ব্যবহার করে থাকেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
স্থানটির আবিষ্কার হয় গত বৃহস্পতিবার। ওই স্থানে একটি গাছের ওপর কাঠামোটি পাওয়া গেছে। এটি সেই অঞ্চল, যেখানে ট্রাম্প তার বিমান থেকে নামেন। ইতিমধ্যে ফ্লরিডা বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।
রবিবার নিরাপত্তার কারণে ট্রাম্পকে তুলনামূলক ছোট সিঁড়ি দিয়ে বিমানে উঠতে হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজ প্রথমে জানায়, ফ্লরিডা বিমানবন্দর থেকে ২০০ গজ দূরে একটি গাছের ওপর সন্দেহজনক কাঠামো খুঁজে পেয়েছেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। গাছের ডালে কিছু পাইপ জড়িয়ে কাঠামোটি তৈরি করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রমতে, সেখানে কোনো গুলি বা বিস্ফোরক বস্তু পাওয়া যায়নি।
তবে এখনও বিষয়টি নিশ্চিত নয় যে, এটি স্নাইপার বন্দুকধারীর কোনো স্থান, নাকি গাছের মধ্যে কোনো পুরনো বা অব্যবহৃত বস্তু। তবে কিছু সূত্র জানিয়েছে, এই অঞ্চলটি শিকারীরা ব্যবহার করতে পারে। বিশেষ করে যারা আক্রমণাত্মক সবুজ ‘আইগুয়ানার’ শিকার করেন।
এফবিআই পরিচালক ক্যাশ পটেল ফক্স নিউজকে জানিয়েছেন, ‘প্রেসিডেন্টের ওয়েস্ট পাম বিচে ফেরার আগে একটি উঁচু জায়গায় এই স্থানের আবিষ্কার হয়, যা এয়ার ফোর্স ওয়ান ল্যান্ডিং জোনের দৃশ্যপটে ছিল।’ তিনি আরো বলেন, ‘সেখানে কাউকে পাওয়া যায়নি।
এফবিআই এখন তদন্ত করেছে।’
এয়ার ফোর্স ওয়ান সাধারণত ওই অংশে রাখা হয় না, তবে সাম্প্রতিক নির্মাণকাজের কারণে বিমানটি এখন সেই অঞ্চলে রাখা হচ্ছে। সেখানে সাধারণত ব্যক্তিগত বিমান পার্ক করা হয়।
সূত্র : নিউইয়র্ক পোস্ট।