কর্মবিরতি প্রত্যাহার, স্বাভাবিক চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বন্দরে প্রবেশের সিএন্ডএফ কর্মচারীসহ যানবাহনের বর্ধিত গেট পাস ফি (বাড়তি মাশুল) স্থগিত করায় স্বাভাবিক অপারেশনে ফিরেছে চট্টগ্রাম বন্দর। রোববার দুপুরে যানবাহনের বর্ধিত ট্যারিফ স্থগিত করার পর সন্ধ্যায় সিএন্ডএফ কর্মচারীদের বন্দরে প্রবেশে বর্ধিত ট্যারিফ স্থগিত করার সিদ্ধান্তের সোমবার (২০ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মবিরতি তুলে নেওয়ায় সকাল থেকে স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয় বন্দরে।

বন্দর সচিব মো. ওমর ফারুক  দেশের এক গণমাধ্যমকে বলেন, রোববার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর বৈঠকে যানবাহনের গেট পাসের বর্ধিত ফি স্থগিত করার সিদ্ধান্ত হয়। পরে বিকেলে সিএন্ডএফ কর্মচারীদের গেট পাস ফিও পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত স্থগিত করা হয়।

তিনি বলেন, সোমবার বন্দরে কারও কোন কর্মসূচি ছিল না। মূলত রোববার বিকেল থেকেই বন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয়। আমদানি ও রপ্তানি পণ্য খালাস ও আনা-নেওয়া হয়।

রোববার বিকেলে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে ট্রাক, কাভার্ডভ্যান, লরি, ট্রেইলার শনিবার থেকে বন্ধ ছিল। ফলে আমদানি পণ্য ডেলিভারি বন্ধ ছিল। বিষয়টির সঙ্গে দেশের আমদানি-রপ্তানি জড়িত। তাই বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে শ্রমিক ও মালিকদের সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। সরকারি অনুমোদনক্রমে জারি করা এ গেজেট বন্দর প্রশাসন তাৎক্ষণিক কোনোরকম কারেকশন কিংবা বন্ধ করতে পারে না। তারপরও পরিবহন শ্রমিকদের বিষয়টা বিবেচনা করে যানবাহনের ক্ষেত্রে বর্ধিত গেট পাস ফি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দেশের প্রধান সমুদ্রবন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কনটেইনার পরিবহনের ট্রেইলার চালাচ্ছেন না মালিকরা। ব্যক্তিমালিকানার এসব ট্রেইলার আন্ত. জেলা রুটে কনটেইনার পরিবহন করে। তাদের সঙ্গে যোগ দেয় ট্রাক, কাভার্ডভ্যান মালিক শ্রমিকরাও। অন্যদিকে, সিএন্ডএফ কর্মচারীদের বন্দরে প্রবেশ ফি ১০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ (ভ্যাটসহ) টাকা করায় দৈনিক চার ঘণ্টা করে (সকাল ৯টা থেকে দুপুর ১টা) কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন। তবে রোববারের বৈঠকের পর তারাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোবারক আলী এক গণমাধ্যমকে বলেন, গেটপাস ফি বাড়িয়ে দেওয়ার কারণে আমরা কর্মবিরতি পালন করছিলাম। রোববারও আমাদের কর্মবিরতি ছিল। পরে যানবাহনের বর্ধিত গেট পাস ফি তুলের নেওয়ার পর আমরাও বন্দর সচিবের সঙ্গে বৈঠক করি। বন্দর চেয়ারম্যানের নির্দেশে আমাদের বর্ধিত গেট পাস ফিও স্থগিত করা হয়। এজন্য আমরা রাতেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে দায়িত্বে থাকবে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স Jan 19, 2026
img
শুধু মিছিল-মিটিং নয়, জনকল্যাণমূলক কাজেও মনোযোগ বিএনপির: তারেক রহমান Jan 19, 2026
img
আবারও আলোচনায় হানিয়া আমির ও আসিম Jan 19, 2026
img
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন Jan 19, 2026
img
জাপানে শুক্রবার পার্লামেন্ট ভেঙে দেবেন তাকাইচি, নির্বাচন ৮ ফেব্রুয়ারি Jan 19, 2026
img
দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান Jan 19, 2026
img
ছাত্রদল সেক্রেটারির অভিযোগকে পরিকল্পিত ও অপপ্রচার, মন্তব্য আসিফ মাহমুদের Jan 19, 2026
img
অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নেবো: আসিফ Jan 19, 2026
img
ডিগ্রি নয়, শিক্ষাই দায়িত্ববোধ শেখায়: শিক্ষা উপদেষ্টা Jan 19, 2026
img
ইনসাফ প্রতিষ্ঠায় গণভোটে হ‍্যাঁ বলতে হবে : আলী রীয়াজ Jan 19, 2026
img
কেন্দ্রীয় কারাগারে প্রাণ গেল এক হাজতির Jan 19, 2026
img
আমিরাতে দেখা গেছে শাবানের চাঁদ, রমজানের দিন গণনা শুরু Jan 19, 2026
img
অনির্বাণ ভট্টাচার্যকে কাজ ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্বরূপ বিশ্বাস Jan 19, 2026
img
৪৭ আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ১০ দলের লিঁয়াজো কমিটির বৈঠক শুরু Jan 19, 2026
img
তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত Jan 19, 2026
img
ভিসা আবেদন নিয়ে সুইডিশ দূতাবাসের বিশেষ বার্তা Jan 19, 2026
img
চাপে পড়ে ক্ষমা চেয়েছেন সঙ্গীতশিল্পী এ আর রহমান? Jan 19, 2026
img
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি শরীফের বিরুদ্ধে চার্জশিট Jan 19, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন : আলী রীয়াজ Jan 19, 2026
img
বিপিএলের জন্য ভারত সিরিজ থেকে ছুটি নিয়েছেন নিশাম Jan 19, 2026