অপারেশন সিন্দুর

পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করার দাবি মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করেছেন। তিনি দাবি করেছেন, বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক এবং এটি অপারেশন সিন্দুরে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল।

সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মূলত মোদি এবারও তার বার্ষিক ঐতিহ্য বজায় রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। সোমবার তিনি ভারতের প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে গিয়ে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে উৎসব পালন করেন। রণতরীটি সে সময় গোয়া ও কর্ণাটকের কারওয়ার উপকূলে অবস্থান করছিল।


এদিন নৌবাহিনীর শতাধিক সদস্যকে উদ্দেশ করে মোদি বলেন, “আজকের দিনটি অসাধারণ, এই দৃশ্য অবিস্মরণীয়। একদিকে আমার সামনে অসীম সাগর, অন্যদিকে ভারত মায়ের বীর সন্তানরা, এ দৃশ্য অনন্য।”

তিনি আরও বলেন, “এক পাশে অনন্ত দিগন্ত আর অসীম আকাশ, আর অন্য পাশে এই বিশাল আইএনএস বিক্রান্ত। এটি অসীম শক্তির প্রতীক। সাগরের পানিতে সূর্যের আলো ঠিক সেই দীপাবলির প্রদীপের মতো, যা আপনারা জ্বালিয়েছেন দেশরক্ষার জন্য।”

মোদি বলেন, দেশীয় প্রযুক্তি ও দক্ষতায় নির্মিত প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত হচ্ছে ভারতের সামরিক সক্ষমতার প্রতীক। তার দাবি, “অপারেশন সিন্দুর চলাকালে কয়েক দিনের মধ্যেই এই রণতরী পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল।”

মোদি জানান, তিন বাহিনীর অসাধারণ সমন্বিত প্রচেষ্টার ফলেই পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য হতে হয়। তিনি বলেন, “আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি একবিংশ শতকের ভারতের পরিশ্রম, প্রতিভা, প্রভাবের এক জীবন্ত সাক্ষ্য।”

মোদি আরও জানান, “গত রাতটি আমি বিক্রান্তে কাটিয়েছি, সে অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি দেখেছি, আপনাদের মধ্যে কতটা শক্তি ও উদ্দীপনা রয়েছে। গত রাতে যখন আপনাদের দেশাত্মবোধক গান গাইতে দেখলাম এবং অপারেশন সিন্দুরের কাহিনী শুনলাম, তখনই বুঝেছি- যুদ্ধে দাঁড়িয়ে একজন জওয়ান যা অনুভব করে, তা ভাষায় প্রকাশ করা যায় না।”

তিনি বলেন, “আমার দীপাবলি এবার বিশেষ, কারণ আমি তা আপনাদের মাঝেই উদযাপন করেছি।”

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

পায়ে দগ্ধ/চিহ্ন নিয়েই শুটিং চালালেন শুভ Dec 04, 2025
দর্শকদের সতর্কতায় বেটিং প্রমোশন বন্ধ করলেন প্রভা Dec 04, 2025
img
বিয়েবাড়িতে লজ্জায় পড়লেন শাহরুখ, এড়িয়ে গেলেন কনের আবদার Dec 04, 2025
ডি কক আউট, কোহলির ‘নাগিন ড্যান্স’ ভাইরাল Dec 04, 2025
এমবাপ্পের জোড়া গোলে জয় রিয়ালের, দাপট আর্সেনালের Dec 04, 2025
বিশ্বকাপে আমরা জেতা ম্যাচগুলো হেরে গেছি: স্বর্ণা আক্তার Dec 04, 2025
img
বৃহত্তর জোট গঠনে আরও সময় নিচ্ছে এনসিপি : সারজিস আলম Dec 04, 2025
অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করল আপিল বিভাগ Dec 04, 2025
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে যে বিমানে Dec 04, 2025
দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগের চিত্র Dec 04, 2025
img

আট কুকুরছানা হত্যা মামলা

মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু Dec 04, 2025
img
হামলা করে বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না : সাইফুল হক Dec 04, 2025
img
দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি : আবুল কালাম Dec 04, 2025
img
রেফারির দায়িত্ব নিয়ে মাঠে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক Dec 04, 2025
img
খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী : রাশেদ খাঁন Dec 04, 2025
img
কলকাতার জ্যোতির্ময়ী এবার শাকিবের 'প্রিন্স' সিনেমায়! Dec 04, 2025
img
সাবেক সংসদ সদস্য শাওনের স্ত্রীর সোয়া ২ কোটি টাকার অবৈধ সম্পদে মামলা Dec 04, 2025
img
রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছালেন প্রেসিডেন্ট পুতিন, অংশ নেবেন নৈশভোজে Dec 04, 2025
img
অন্তঃসত্ত্বা এনসিপি নেত্রীকে লাথির অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা Dec 04, 2025
img
পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি Dec 04, 2025