বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লবের শহীদরা ক্ষুদ্র কোনো বিষয়ে আত্মত্যাগ করেনি। তারা একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে আত্মত্যাগ করেছেন। আমরা যেন তাদের এই অবদান ভুলে না যাই।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চান্দিনার এতবার গ্রামে জুলাই যোদ্ধা শহীদ ইমাম হাসান তায়িম ভুঁইয়ার কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে দেখা করে তিনি এসব কথা বলেন।
এসময় রিজভী বলেন, জুলাইয়ের অন্যতম শহীদ তায়িম। নতজানু একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে জীবন দিয়েছেন তায়িম।
তিনি বলেন, তায়িমের এই আত্মদান বড় তাৎপযময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই আত্মত্যাগ যেন মানুষ ভুলে না যায়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সিসহ বিএনপির নেতৃবৃন্দরা।
চান্দিনার এতবার গ্রামে তায়িমের কবর জিয়ারত করে চৌদ্দগ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের বাড়িতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’ এর নেতারা। সোস্যালে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে।
এরই ধারাবাহিকতায় দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করতে যাবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
এবি/টিকে