নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন আদেশের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
এ সময় আপিল বিভাগ রিভার বিরুদ্ধে সুস্পষ্ট কী অভিযোগ আছে তা জানাতে বলেন রাষ্ট্রপক্ষকে। রিভার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
জানা যায়, তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গত ১৫ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জুলাইয়ের আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান তামান্না জেসমিন রিভা। এরপর তাকে আর জনসম্মুখে দেয়া যায়নি।
টিজে/টিকে