৪৩ বছর পর মুক্তি, ভারতে নির্বাসনের মুখে মার্কিন নাগরিক

ভুলভাবে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৪৩ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পান সুব্রামনিয়াম 'সুবু' বেদাম। কিন্তু পরিবারের সঙ্গে দেখা করার আগেই তাকে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। সংস্থাটি তাকে ভারতে পাঠাতে চায়—যে দেশে তিনি মাত্র নয় মাস বয়স পর্যন্ত ছিলেন, এরপর আর কখনো পা রাখেননি।

নতুন প্রমাণের ভিত্তিতে এ মাসের শুরুতে সাবেক রুমমেট হত্যার মামলায় বেদামকে নির্দোষ ঘোষণা করা হয়। এরপরও, ১৯৮৮ সালের পুরনো এক দেশান্তর আদেশের কারণে আইসিই তাকে পুনরায় আটক করেছে। সেই আদেশটি দেয়া হয়েছিল তার বিরুদ্ধে থাকা হত্যা ও মাদক মামলার রায়ের ভিত্তিতে। যদিও হত্যা মামলার রায় বাতিল হয়েছে, তবু মাদক মামলার সাজা বহাল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইসিই জানিয়েছে, তারা বৈধ আদেশ অনুযায়ী পদক্ষেপ নিয়েছে।

বেদামের পরিবার জানিয়েছে, তার দশকের পর দশক ধরে ভালো আচরণ, তিনটি ডিগ্রি সম্পন্ন করা এবং জেলজীবনে সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিষয়গুলো বিবেচনা করা উচিত।

তার বোন সরস্বতী বেদাম বলেন, 'আমরা তাকে বুকে জড়িয়ে ধরার আগেই আবার নিয়ে যাওয়া হলো। তিনি নিরপরাধ প্রমাণিত হলেন, সৎ ও সম্মানজনক আচরণ করলেন, কিন্তু সেটার কোনো মূল্য দেওয়া হলো না।'

আইনজীবী আভা বেনাচ বলেন, 'যুক্তরাষ্ট্র থেকে তাকে ভারতে পাঠানো হলে তা হবে এক ব্যক্তির ওপর আরেকটি ভয়াবহ অন্যায়। তিনি ইতিমধ্যেই ইতিহাসের অন্যতম দীর্ঘতম ভুল সাজা ভোগ করেছেন।'

আইসিই জানিয়েছে, বেদামকে ভারতে ফেরত পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। কিন্তু পরিবার বলছে, তার ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় নেই বললেই চলে। মাত্র নয় মাস বয়সে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। বর্তমানে তার পরিবারের সবাই যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করেন। তার বোনের ভাষায়, 'এটা যেন তার জীবন দ্বিতীয়বার চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা।'

চার দশকেরও বেশি আগে বেদামকে তার সাবেক রুমমেট টম কিনসার হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ১৯ বছর বয়সী কিনসারের লাশ নিখোঁজের নয় মাস পর এক বনাঞ্চলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হত্যার দিন কিনসারকে গাড়িতে করে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন বেদাম। পরবর্তীতে গাড়িটি স্বাভাবিক স্থানে পাওয়া গেলেও কেউ তার ফিরে আসা দেখেনি।

প্রমাণের অভাবে শুরু থেকেই নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছিলেন বেদাম। তবে ১৯৮২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ১৯৮৪ সালে একটি মাদক মামলায় আরও দুই বছর ছয় মাস থেকে পাঁচ বছরের সাজা পান, যা আগের দণ্ডের সঙ্গে একইসঙ্গে কার্যকর ছিল।

চার দশকের অন্যায় কারাবাস শেষে মুক্তি পেলেও সুব্রামনিয়াম বেদামের জীবনে এখনো স্বস্তি ফেরেনি। ভুল বিচার থেকে মুক্তি পেলেও এবার তাকে দেশান্তরের লড়াই লড়তে হচ্ছে। তার পরিবারের মতে, 'যে দেশে তার কোনো শিকড় নেই, সেখানে পাঠানো মানে আবারও তার জীবনকে অন্যায়ভাবে কেড়ে নেয়া।'

আরপি/টিকে


Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ‘পুরোপুরি ভুল’: স্টারমার Jan 20, 2026
নোবেল দিলেন না তো, আর শান্তি নিয়ে ভাববো না: ট্রাম্প Jan 20, 2026
বিএনপির চাপে দ্বৈতনাগরিকদের বৈধতা দিয়েছে ইসি: নাহিদ ইসলাম Jan 20, 2026
হিংস্রতা ভুলে শিকারকে বন্ধু করে নিলো বাঘ Jan 20, 2026
হ্যাঁ তে সিল দিয়ে দেশ পাল্টে দিন: প্রধান উপদেষ্টা Jan 20, 2026
তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো ছিদ্র যেন না থাকে: রিজভী Jan 20, 2026
রংপুরে ভোটের লড়াইয়ে নতুন মাত্রা, আলোচনায় তৃতীয় লিঙ্গের রাণী! Jan 20, 2026
img
ট্রাম্পের হুমকির মোকাবিলায় ‘অ্যান্টি-কোয়ার্সন’ পদক্ষেপের প্রস্তুতি ইইউর Jan 20, 2026
রাজকীয় অপু, রহস্যময় বুবলী Jan 20, 2026
কারিনার শো-তে শর্মিলার খোলামেলা কথা Jan 20, 2026
তামিল পর্দায় আবার সুপারস্টার ক্ল্যাশ Jan 20, 2026
img
ডাল আমদানিতে ভারতের পাল্টা শুল্কে ক্ষোভ যুক্তরাষ্ট্রের Jan 20, 2026
img
দেব-শুভশ্রীর কার কত সম্পত্তি? Jan 20, 2026
img
শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি: ইশরাক হোসেন Jan 20, 2026
img
মালয়েশিয়া ও ইতালি থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট Jan 20, 2026
img
নেপালের মাইনাস ৮ ডিগ্রিতে সুনেরাহ ও রেহানের শুটিং Jan 20, 2026
img
২৭ ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে ব্ল্যাকপিংকের নতুন অ্যালবাম ‘ডেডলাইন’ Jan 20, 2026
img
নেটফ্লিক্সে আলোচনার শীর্ষে ‘দ্য গ্রেট ফ্লাড’ Jan 20, 2026
img

চঞ্চল চৌধুরী

পরীকে আরো এক্সপ্লোর করা উচিত নির্মাতাদের Jan 20, 2026
img
৩০ বছরেই ৩০০ কোটির মালিক, কে এই তরুণ অভিনেতা? Jan 20, 2026