সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যেম গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে-কে বদলির একটি প্রজ্ঞাপন ভাইরাল হয়েছে। তবে ভাইরাল ওই প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে (সাময়িক বরখাস্ত) গণপূর্ত জোন, বরিশাল এর-বদলিপূর্বক পদায়নের একটি ভুয়া প্রজ্ঞাপন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর ১৪ অক্টোবর ২০২৫ তারিখের ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং অনুবিভাগ-২ এ কর্মরত অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, উক্ত ভুয়া প্রজ্ঞাপনের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এটি সুস্পষ্টভাবে প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে।
এই ভুয়া ও প্রতারণামূলক বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্পর্কে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
আইকে/ টিএ