জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী সুখী-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন যুব জামায়াতের আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জামায়াতের এ নেতা বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। যেই বাংলাদেশে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। দল-মত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে সকলেই নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো বৈষম্য থাকবে না।
নূরুল ইসলাম বুলবুল বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কেবল যুবসমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতায় যাওয়ার আগে যুবসমাজকে নানা রকম প্রলোভন দেখিয়ে ক্ষমতায় বসে দুর্নীতি-চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে যুবসমাজের কল্যাণে কিছুই করেনি। বরং যুবসমাজকে ধ্বংস করতে তাদের হাতে মাদক আর অস্ত্র তুলে দিয়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর উত্থাপিত জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার ৫ দফা দাবি কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা, মেহনতি মানুষের দাবি। এই ৫ দফা দাবি আদায় হলে শ্রমজীবী, পেশাজীবী, ছাত্র-জনতা সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। ৫ দফা দাবি আদায়ের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচনা করতে হবে। জামায়াতে ইসলামীর উত্থাপিত এই ৫ দফা দাবি আদায় হলে আগামীতে কোনো সরকার জনগণকে শোষণ করতে পারবে না, কোনো দল প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী করতে পারবে না। মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হবে।
চাঁপাইনবাবগঞ্জের দিয়াড়বাসীকে নিয়ে জামায়াতের এ নেতা বলেন, আমরা আগামীতে স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ দিয়াড় অঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে আগামী দিনে দিয়াড় উপজেলা গঠন করব ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন হবে এবং সার্বিকভাবে রাস্তাঘাট, অফিস-আদালত থেকে শুরু করে সবদিক থেকেই মানুষ উপকৃত হবে।
জামায়াতে ইসলামী দেবীনগর ইউনিয়ন সভাপতি মোর্শেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলীমসহ জেলা, সদর উপজেলা ও দেবীনগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পিএ/টিএ