ইসলামের লেবাসে চাকরির প্রলোভন দেখিয়ে একটি রাজনৈতিক দল সাধারণ মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মপল্লী এলাকায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াহাব আকন্দ বলেন, ইসলামের লেবাসে একটি রাজনৈতিক দলের নারী কর্মীরা মানুষের ঘরে যাচ্ছে ডেঙ্গু বিষয়ক সচেতনতার বার্তার নাম করে। এ সময় তারা ওই ঘরের ভোটার সংখ্যা জেনে নারীদের ভুল বুঝিয়ে ছেলে-মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে ভোট প্রার্থনা করছে। এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে। ভোট চাইলে প্রকাশ্যের ভোট যুদ্ধে আসুন। ইসলামের লেবাসে প্রলোভন দেখিয়ে ভোট নেওয়া যাবে না। আপনারা স্বাধীনতাবিরোধী, ব্রহ্মপুত্র নদে গোসল করে ক্ষমা চান। জনগণ মাফ করবে কি না, বিবেচনা করবে।
তিনি আরও বলেন, বেগম জিয়া জীবনবাজি রেখে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। দেশ এবং জনগণের স্বার্থ নষ্ট করে কখনো আপোষ করেননি। আজ দেশের এই কঠিন সময়ে বেগম জিয়াকে অনেক বেশি দরকার। তিনি শুধু বিএনপির নেত্রী নন, বরং সব দল-মত ও মানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী। আসুন আমরা সবাই তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন নেত্রীকে সুস্থতার সহিত দীর্ঘায়ু দান করেন।
স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নেছার আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন দারা, জামান আবেদীন জামান, দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান, কৃষক দলনেতা সুলতান আহম্মেদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা, মহানগর ছাত্রদলের বর্তমান সভাপতি গোবিন্দ রায়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।
ইউটি/টিএ