এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে ভারতে এসেছে আল নাসের। এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে দলের সঙ্গে আসেননি ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসের কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন ভারতে আসবেন না সিআর সেভেন। কিন্তু কেন? ভারতে এসে কারণ জানালেন আল নাসেরের কোচ জর্জ জেসুস।
আগামী ২২ অক্টোবর গোয়ায় ভারতের ক্লাবের মুখোমুখি হবে সৌদি প্রো লিগের ক্লাবটি। রোনালদোকে ছাড়াই খেলবে আল নাসের। পর্তুগালের অধিনায়ক কি নিজেই ভারতে আসতে চাননি?
মঙ্গলবার জেসুস বলেছেন, ‘‘রোনালদোর প্রচুর ভক্ত। সকলে ওর খেলা দেখতে চায়। সকলে ওকে ভালবাসে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সৌদি আরবের বাইরের ম্যাচগুলিতে আমরা ওকে বিশ্রাম দেব। পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।
রোনালদোকে তো সকলেই দেখতে চায়। সামনে থেকে দেখতে চায়। তবু আমরা ওকে বিশ্রামে রাখার কথা ভেবেছি। ঘরের মাঠের ম্যাচগুলোয় রোনালদোকে আমরা তরতাজা অবস্থায় পেতে চাই।’’ উল্লেখ্য, আল নাসেরের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী সৌদি আরবের বাইরের ম্যাচগুলিতে রোনালদো খেলতে বাধ্য নন। এ ক্ষেত্রে তিনি এবং ক্লাব কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন।
রোনালদো না এলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচ খেলতে সোমবার রাতে গোয়ায় এসেছেন সাদিয়ো মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোম্যানের মতো ফুটবলারেরা।
এমআর