মাত্র চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে দেশটির রাজধানী ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মিরসহ বেশ কিছু অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে, যা ভূপৃষ্ঠের ২৩৪ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মালাকান্ড, বাজাউর, চিত্রল এবং আজাদ কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে। মাত্র চার দিন আগে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল পাকিস্তানে।
পিএ/এসএন