সালমান ও দিশা ইসলামের বিয়ে নানা আলোচনা সমালোচনা এখনো ঘুরে বেড়ায়। সামাজিক মাধ্যমে এই দুজনকে নিয়ে আলোচনার শেষ নেই। সালমান কেন দিশাকে বিয়ে করেছেন, এর ব্যাখ্যাও অনেকেই দিয়েছেন। অন্যদিকে দিশা সালমানকে কেন বিয়ে করলেন, যে সালমান অনেকের সঙ্গেই ঘনিষ্ঠ হয় এমন কথাও প্রচলিত।
তবে এবার দিশার দিক থেকে এই প্রশ্নের উত্তর এলো।
সালমান অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হলে সেটা স্বাভাবিকভাবে নেন কেন? এ প্রসঙ্গে দিশা বললেন, “ঘনিষ্ঠতা খুবই ব্যক্তিগত বিষয়। অনেকেই প্রশ্ন করে এতে আমার অস্বস্তি হয় না কেন, বা পর্দায় আমার স্বামীকে অন্য কারো সঙ্গে দেখে আমি কিভাবে স্বাভাবিক থাকি। কারো কাছে হাত ধরাধরি আলিঙ্গনের চেয়েও বেশি অর্থবহ; আবার কারো কাছে ‘বুকে জড়িয়ে ধরা’ মানে মুখে হাত ছোঁয়ানোর চেয়েও গভীর কিছু।
আমি বুঝি এটা পুরোপুরি ব্যক্তিভেদে আলাদা দৃষ্টিভঙ্গির ব্যাপার।”
স্ক্রিনের ঘনিষ্ঠতা মানেই বিশ্বাস ভঙ্গতা নয়, এমনটাই মনে করেন দিশা ইসলাম। এ বিষয়ে তার ব্যাখ্যা হলো, ঘনিষ্ঠতার সর্বোচ্চ রূপটি আসলে সবচেয়ে গভীর বিশ্বাসের দাবি করে। সেই ঘনিষ্ঠতা তখনই সম্ভব, যখন আপনি কারও সঙ্গে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করেন।
দিনের শেষে সে যখন আমাকে খোঁজে, তখনই সেই কথাটা মনে পড়ে। আর মনে পড়ে বিয়ের দিন আমি যে বিশ্বাসটা তার হাতে তুলে দিয়েছিলাম।
সালমান সম্পর্কে দিশা ইসলাম এটাও বললেন, রেকর্ডের জন্য বলে রাখি ও আমার বাঁ চোখের ব্যাপারটা নিয়ে আমার ব্যাখ্যাকে পুরোপুরি বিশ্বাস করে। যদিও সত্যিটা হলো, সে নিজেই হেঁটে এসে আমার মুঠির মধ্যে ঢুকে পড়েছিল।
এমকে/টিএ