ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালো ‘বন্ধু’ মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের প্রধানমন্ত্রীকে ‘মহান ব্যক্তি’ এবং ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার কথা হয়েছে। কী নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে, তা-ও জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদ্যাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে মোদির সঙ্গে ফোনালাপের বিষয়টি জানান ট্রাম্প। পরে সমাজমাধ্যমে ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছেন মোদিও।
ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, ‘‘আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার কথা হয়েছে। বছরের পর বছর ধরে উনি আমার ভালো বন্ধু।’’
কী নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার? ট্রাম্পের দাবি, ‘‘আমাদের মধ্যে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। তবে বেশির ভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত।’’ যদিও বাণিজ্য বলতে কী বোঝাতে চেয়েছেন, তা খোলসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে তার পরেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তাঁর পুরনো দাবিই আবার পুনর্ব্যক্ত করেন। তাঁর কথায়, ‘‘আমাদের সম্পর্ক খুব ভালো। উনি (মোদি) বলেছেন, রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও আমার মতো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চান।’’
বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছে। দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
শেষে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‘সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে দুই দেশ।’’
গত সপ্তাহেই ট্রাম্প দাবি করেছিলেন, মোদির সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তিনি দাবি করেন, রাশিয়ার তেল আর কিনবেন না বলে তাঁকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদির সম্প্রতি কোনও ফোনালাপ হয়নি। ট্রাম্পের দাবি একপ্রকার উড়িয়েই দিয়েছে সাউথ ব্লক। সেই আবহে গত সোমবার ট্রাম্প একপ্রকার চড়া সুরেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, মোদি তাঁকে বলেছিলেন, রাশিয়া থেকে আর তেল কেনা হবে না। তার পরেও যদি সেই ধারা অব্যাহত রাখে ভারত, তবে তাদের উপর আরও চড়া শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে সেই দাবির ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই মোদীকে ‘বন্ধু’ বলে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট।
এমকে/এসএন