কেরালায় সবরিমালা মন্দির পরিদর্শনে গিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের পরই একটি সদ্য ঢালাই করা হেলিপ্যাডের কিছু অংশ দেবে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২শে অক্টোবর, ২০২৫) রাজ্যের প্রমাদামে অবস্থিত রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে।
রাষ্ট্রপতিকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারটি অবতরণের পর হেলিপ্যাডের যে স্থানে চাকা স্পর্শ করেছিল, সেখানে ছোট গর্ত তৈরি হয়ে যায়।
রাষ্ট্রপতি সড়কপথে সবরিমালার পাদদেশ পাম্বার উদ্দেশে রওনা হওয়ার পর বেশ কয়েকজন পুলিশ ও দমকল কর্মীকে হেলিকপ্টারটির চাকাগুলোকে সেই দেবে যাওয়া অংশ থেকে ঠেলে বের করতে দেখা যায়।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, খারাপ আবহাওয়ার কারণে মূলত পাম্বার কাছে নিলাকাল-এ হেলিকপ্টার অবতরণের পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে তা পরিবর্তন করে প্রমাদামে স্থানান্তরিত করা হয়। এই কারণে মঙ্গলবার গভীর রাতে দ্রুততার সঙ্গে হেলিপ্যাডটি নির্মাণ করা হয়েছিল।
ঐ কর্মকর্তা আরও বলেন, ঢালাইয়ের কাজ পুরোপুরি শুকিয়ে না যাওয়ায়, এটি হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি। অবতরণের সময় চাকা যেখানে স্পর্শ করে, সেখানেই দেবে যায়।
তথ্যসূত্র: এনডিটিভি।
ইএ/এসএন