সংক্রমণ নিয়ন্ত্রণে বিএমইউ-ডব্লিউএইচও এর মধ্যে সমঝোতা চুক্তি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মধ্যে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কারিগরি সহায়তা দেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিএমইউ দেশব্যাপী সংক্রমণ নিয়ন্ত্রণে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে বাংলাদেশের প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ।

এই চুক্তির আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিএমইউকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়ানো, তদারকি এবং পর্যবেক্ষণ কার্যক্রমে সহযোগিতা দেবে। পাশাপাশি বিএমইউতে একটি মাল্টিমোডাল আইপিসি কৌশল বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্পর্কিত সংক্রমণ হ্রাস ও রোগী-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যেও কাজ করা হবে।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। বিএমইউ ইতোমধ্যে একটি শক্তিশালী ইনফেকশন কন্ট্রোল কমিটি গঠন করেছে এবং এ বিষয়ে বার্ষিক বাজেটে পৃথক বরাদ্দও রয়েছে। আমরা শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, দেশব্যাপী সংক্রমণ নিয়ন্ত্রণে মডেল হিসেবে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তা পেলে বিএমইউ ক্যান্সার, প্রতিস্থাপন চিকিৎসা, এনআইসিইউ ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবায় আন্তর্জাতিক মান অর্জন করতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে বিএমইউকে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি এটিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। বিএমইউর অভিজ্ঞতা ও সাফল্য দেশের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য অনুসরণীয় মডেল হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) ও ইনফেকশন কন্ট্রোল কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, অধ্যাপক ডা. আতিকুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোছলেহ উদ্দীন ও ইনফেকশন কন্ট্রোল কমিটির সদস্য সচিব ডা. কাজী আলী আফতাব।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে বিএমইউর ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত হবে। পাশাপাশি দেশের অন্যান্য মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতেও বিএমইউর মডেল অনুসরণ করে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার পথ উন্মুক্ত হবে।

বক্তারা বলেন, বিএমইউ ও ডব্লিউএইচওর এই অংশীদারিত্ব শুধু সংক্রমণ নিয়ন্ত্রণে নয়– দেশের সামগ্রিক স্বাস্থ্য নিরাপত্তা ও চিকিৎসা মানোন্নয়নের ক্ষেত্রেও একটি যুগান্তকারী পদক্ষেপ।

আরপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন: আলতাফ হোসেন চৌধুরী Jan 26, 2026
জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম Jan 26, 2026
বর্ষাসহ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অনন্ত Jan 26, 2026
img
‘স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, পরিবার হিসেবে নয়’ Jan 26, 2026
শোবিজে আলোচনায় অপু ও বুবলী Jan 26, 2026
img
পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়নের নির্দেশ Jan 26, 2026
img
মাছের ঘেরে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার Jan 26, 2026
img
এবার বলিউডে জেনিফার! Jan 26, 2026
img
শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো: মির্জা ফখরুল Jan 26, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ Jan 26, 2026
img
দেশের বাইরেও হবে বিডার অফিস: বিডা চেয়ারম্যান Jan 26, 2026
img
নীলফামারীতে অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপি থেকে জামায়াতে যোগদান Jan 26, 2026
img
র‌্যাবের ফেসবুক পেজ বন্ধ Jan 26, 2026
img
অভিজ্ঞতা ছাড়া তো চাকরিও হয় না, দেশ চালানোর দায়িত্ব দেব কিভাবে: আবুল কালাম Jan 26, 2026
img
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি Jan 26, 2026
img
বরিশালে বিশেষ অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক Jan 26, 2026
img
আবারও ঘোড়ার বেগে ছুটছে স্বর্ণের দাম Jan 26, 2026
img
ইলহান ওমরের সম্পদ নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দিলেন ট্রাম্প Jan 26, 2026
img
একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান Jan 26, 2026
img
কারাগারে পৌঁছায়নি সাদ্দামের জামিননামা, মুক্তি মিলছে না আজ Jan 26, 2026